GK প্রশ্ন: বলুন তো কোন ব্যক্তি ১০০ জনকে হত্যা করলেও শাস্তি পায় না?

১০০ জনকে হত্যা করেও শাস্তি পান না, তিনি কে?

General Knowledge Quiz: আপনি নিশ্চয় জানেন যেকোন ইন্টারভিউ হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি। কারণ এটি এমন একটি বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নেই। এর মাধ্যমে দেশ-বিদেশের অনেক তথ্য জানা যায় এবং এগুলি মানুষের পড়তেও ভালোবাসেন। এই প্রতিবেদনে তেমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ ভারতের কোন প্রধানমন্ত্রী কখনো বিদেশে যাননি?
উত্তরঃ চৌধুরী চরণ সিং (Chowdhury Charan Singh)।

২) প্রশ্নঃ তাজমহলে কয়টি কক্ষ রয়েছে?
উত্তরঃ ১২০টি।

৩) প্রশ্নঃ কোন দেশে একটিও ট্রাফিক সিগন্যাল নেই?
উত্তরঃ ভুটান।

৪) প্রশ্নঃ ভারতের ১৩ টি রাজ্যের উপর দিয়ে যায় কোন ট্রেন?
উত্তরঃ নবযুগ এক্সপ্রেস (Navayug Express)।

৫) প্রশ্নঃ কোন দেশকে ‘লিটল ইন্ডিয়া’ বলা হয়?
উত্তরঃ ফিজিকে।

৬) প্রশ্নঃ কোন দেশের পতাকা সোজা বা উল্টো দুটোই একই রকম লাগে?
উত্তরঃ জাপান।

৭) প্রশ্নঃ ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর কোনটি?
উত্তরঃ ইন্দোর (Indore)।

৮) প্রশ্নঃ কোন দেশে রাতেও চাষ করা হয়?
উত্তরঃ নরওয়ে (Norway)।

৯) প্রশ্নঃ মানুষ প্রথম কবে চাঁদে গিয়েছিল?
উত্তরঃ ১৯৬৯ সালে ২০ জুলাই। মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং (Neil Armstrong) চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন।

১০) প্রশ্নঃ কোন ভারতীয় ৫ বার নোবেল শান্তিতে মনোনীত হয়েছিলেন কিন্তু একবারও পুরস্কার পাননি?
উত্তরঃ মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)।

১১) প্রশ্নঃ ‘সাদা হাতির দেশ’ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ থাইল্যান্ডকে।

১২) প্রশ্নঃ কার রাজত্বকালে ভারতের প্রথমবারের মতো টাকার মুদ্রা তৈরি হয়েছিল?
উত্তরঃ শেরশাহ সুরি (Sher Shah Suri)।

১৩) প্রশ্নঃ প্রতিবছর টাটা গ্রুপ লভ্যাংশের কত অংশ সমাজের কল্যাণের জন্য দান করে দেয়?
উত্তরঃ লভ্যাংশের ৬৬%।

১৪) প্রশ্নঃ এশিয়ার কোনটি একমাত্র দেশ যার মধ্য দিয়ে বিষুবরেখা চলে গেছে?
উত্তরঃ ইন্দোনেশিয়া।

১৫) প্রশ্নঃ কোন ব্যক্তি ১০০ জনকে হত্যা করলেও শাস্তি পায় না?
উত্তরঃ সে দেশের একজন সৈনিক। বিদেশি লুণ্ঠনকারী হোক বা টেরোরিস্ট যদি আক্রমণের চেষ্টা করে, তাহলে কোনো সৈনিক ১০০ জনকে হত্যা করলেও তার শাস্তি হয় না। বরং তাকে স্যালুট জানানো হয়।