চলতি বিশ্বকাপের মধ্যে T-20 ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক অবসরের সিদ্ধান্ত নিয়েছেন

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে উত্তেজনা পুরো ক্রিকেট বিশ্বের ছেড়ে গেছে। প্রতিটি ম্যাচই রোমাঞ্চকর! কিন্তু এরই মধ্যে অবসরের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন এক অভিজ্ঞ অধিনায়ক। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই সবচেয়ে সফল টি-টোয়েন্টির অধিনায়ক অবসর ঘোষণা করেছেন।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও অর্ধেকের বেশি ম্যাচ বাকি। আর এরই মধ্যে অবসরের ঘোষণা করেছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার হঠাৎ করেই তার অবসরের কথা ঘোষণা করেছেন।

Former Afghanistan skipper Asghar Afghan announces retirement from  international cricket | Cricket - Hindustan Times

আফগানিস্থানে দলের এই সেরা অধিনায়ক আসগর আফগান টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ করবেন না। আজ রবিবার নামিবিয়ার বিপক্ষে আফগানিস্তানের ম্যাচের পরেই অবসর নেবেন। দীর্ঘদিন ধরে আফগানিস্তানের দলের অধিনায়কত্ব করা আসগর আফগান হঠাৎই টুইটের মাধ্যমে অবসরের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, রবিবার নামিবিয়ার বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সফল অধিনায়ক হিসেবে তিনি মহেন্দ্র সিং ধোনিকেও ছাপিয়ে গিয়েছেন। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জেতার রেকর্ড রয়েছে তার নামে। পরিসংখ্যানের কথা বললে, ধোনির নেতৃত্বে ভারতীয় দল ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। অন্যদিকে, আসগর আফগানের নেতৃত্বে ৫২টি ম্যাচের মধ্যে ৪২টিতে জয়লাভ করেছে। এর পাশাপাশি তার অধিনায়কত্বে ৫৯টি আন্তর্জাতিক ওয়ানডে ৩৪টিতে আফগানিস্তানকে জয় এনে দেন।

Asghar Afghan surpasses MS Dhoni to become most successful captain in T20Is  - myKhel

আফগানিস্তানের এই অভিজ্ঞ ক্রিকেটার আসগর আফগানের কথা বলতে গেলে, তিনি তার ক্যারিয়ারে ৬টি টেস্ট, ১১৫টি ওয়ানডে ও ৭৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে তিনি মোট ৪২৩৪ রান করেছেন। তিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তান দলের অধিনায়ক ছিলেন। এরপরও তাকে অধিনায়কত্বের দায়ভার দেওয়া হয়েছিল।