টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ: এই চারটি দল সেমিফাইনালিস্ট, ভবিষ্যদ্বাণী শেন ওয়ার্নের

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া আইসিসি আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি দল একে অপরকে এক ইঞ্চিও জায়গা ছেড়ে দিতে রাজি নয়। ক্রিকেট বিশেষজ্ঞরা এই সংক্ষিপ্ত ফরম্যাটে কোন দলকেই হালকাভাবে নিচ্ছে না। যে কোনও দলই গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে।

বর্তমানে চলছে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এর গ্রুপ পর্বের ম্যাচ। কমপক্ষে ৮ পয়েন্ট সংগ্রহ করলে সেই দল সেমিফাইনালে নিশ্চিত করবে। এই প্রসঙ্গে প্রাক্তন অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন তার ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন, কোন চারটি দল সেমিফাইনালে জায়গা করবে।

Shane Warne is banned from the road after racking up six speeding offences in three years | London Evening Standard | Evening Standard

গ্রুপ পর্বের সুপার-১২ এর প্রতিটি ম্যাচই হাইভোল্টেজ ম্যাচ ও শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য দুই গ্রুপেই কঠিন লড়াই চলছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ ম্যাচের প্রায় অর্ধেক বাকি। কিন্তু এখনও পর্যন্ত যে ছবিটি সামনে এসেছে তার আবার সেমিফাইনালিস্ট দল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন শেন ওয়ার্ন। তিনি সেমিফাইনালের জন্য চারটি দলকে বেছে নিয়েছেন ও এর পাশাপাশি দুটি ফাইনালিস্ট দলকেও বিকল্প হিসেবে বেছেছেন।

Losing to Pakistan Early Gives India Best Chance to Win T20 World Cup 2021 | 3 Reasons Why India Will Win T20 World Cup 2021 | IND vs PAK Final

শেন ওয়ার্ন এদিন তিনি তাঁর টুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন চারটি দল সেমিফাইনালে পৌঁছাবে ও কোন দলের মধ্যে খেলা হবে। তিনি প্রথম গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আর অন্যদিকে দ্বিতীয় গ্রুপ থেকে পাকিস্তান ও ভারতকে বেছে নিয়েছেন।

শেন ওয়ার্ন ভবিষ্যদ্বাণী করে বলেছেন, ভারত ও ইংল্যান্ড সেমিফাইনালে মুখোমুখি হবে আর অন্যদিকে পাকিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল হবে। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড আর ভারত-পাকিস্তানের মধ্যে হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

শেন ওয়ার্ন ভবিষ্যদ্বাণী করে যে চারটি দলের উল্লেখ করেছে সেখানে পাকিস্তান ও ইংল্যান্ড প্রথম তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালে প্রবেশ করেছে। তবে অস্ট্রেলিয়া তিনটিতে মাত্র দুটি জিতেছে আর ভারত মাত্র একটি ম্যাচ খেলেছে যেখানে তাদের হারের মুখোমুখি হতে হয়েছে।