টেস্ট ক্রিকেটে সর্বাধিক ডিসমিসাল করেছেন যে ৫ উইকেট-রক্ষক; তালিকায় এক ভারতীয়

উইকেটের পেছনে দাঁড়িয়ে দলের ভারসাম্য রক্ষা করাটাই হলো উইকেট-রক্ষকের দায়িত্ব। এছাড়াও চাটুকারিতার মাধ্যমে ব্যাটসম্যান ক্রিজের সামান্য বের হলেই স্ট্যাম্প উড়িয়ে দেন। দলের জয়ের ক্ষেত্রে একজন উইকেটরক্ষকের অনেক ভূমিকা থাকে। 

ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত অনেক তাবড় তাবড় উইকেটরক্ষকের এসেছেন। তারা শুধু উইকেটের পেছনে নয়, ব্যাট হাতেও যথেষ্ট কার্যসিদ্ধি হয়ে নিজেদের প্রমাণ দিয়েছেন। এবার টেস্ট ক্রিকেটে সর্বাধিক ডিসমিসাল করেছেন যে ৫ উইকেট-রক্ষক; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) মহেন্দ্র সিং ধোনি: ২৯৪ ডিসমিসাল 

Image result for MS Dhoni test keeping

আইসিসির সবগুলি ট্রফি জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উইকেট রক্ষক হিসেবে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। ভারতের হয়ে তিনি টেস্টে একটানা ৯ বছর উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। পরিসংখ্যানের কথা বললে, ধোনি ৯০ টেস্টে ২৫৬ ক্যাচ ও ৩৮ স্ট্যাম্প সহ মোট ২৯৪ টি ডিসমিসাল করেছেন।  

৪) রড মার্স: ৩৫৫ ডিসমিসাল

Image result for rod marsh wicket keeper

৮০ দশকের অস্ট্রেলিয়ার উইকেটের রক্ষক রড মার্স এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ১৪ বছর উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। পরিসংখ্যানের কথা বললে, মার্স ৯৬ টেস্টে ৩৪৩ ক্যাচ ও ১২ স্ট্যাম্প সহ মোট ৩৫৫ টি ডিসমিসাল করেছেন।  

৩) ইয়ান হেলি: ৩৯৫ ডিসমিসাল

Image result for ian healy

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক ইয়ান হেলি। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ১১ বছর উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেন। পরিসংখ্যানের কথা বললে, হেলি ১১৯ টেস্টে ৩৬৬ ক্যাচ ও ২৯ স্ট্যাম্প সহ মোট ৩৯৫ টি ডিসমিসাল করেছেন।  

২) অ্যাডাম গিলক্রিস্ট: ৪১৬ ডিসমিসাল

Image result for Adam Gilchrist test in

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট রক্ষক তথা বিধ্বংসী ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার হয়ে তিনি একটানা ৯৬টি টেস্ট ম্যাচ খেলে রেকর্ড করেছেন। পরিসংখ্যানের কথা বললে, গিলক্রিস্ট ৩৭৯ ক্যাচ ও ৩৭ স্ট্যাম্প সহ মোট ৪১৬ টি ডিসমিসাল করেছেন।

১) মার্ক বাউচার: ৫৫৫ ডিসমিসাল

Image result for mark baocher test

এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেট রক্ষক মার্ক বাউচার। তিনি ১৫ বছর তার দলের হয়ে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেন, অবশেষে চোখে গুরুতর চোট পেয়ে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। পরিসংখ্যানের কথা বললে, বাউচার ১৪৭ টেস্টে ৫৩২ ক্যাচ ও ২৩ স্ট্যাম্প সহ মোট ৫৫৫ টি ডিসমিসাল করেছেন।