টেস্টে ১০০টিরও কম বলে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন এই পাঁচ ব্যাটসম্যান

টেস্ট খেলায় সাধারণত টিকে থাকার লড়াইয়ে ব্যাটসম্যানদের অতি ধীর গতিতে ব্যাট করতে দেখা যায়। কিন্তু এমন কয়েকজন ব্যাটসম্যান ছিলেন যারা টেস্ট ক্রিকেটের ইতিহাসকেই বদলে দিয়েছিলেন। সীমিত ওভারের মতোই তারা টেস্ট ক্রিকেটেও আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতেন।

আজকের প্রতিবেদনে রয়েছে, টেস্ট ক্রিকেটে ১০০টিরও কম বলে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন যে পাঁচ ব্যাটসম্যান; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) ব্রেন্ডন ম্যাকুলাম: ৪টি

Twitter celebrates Brendon McCullum's 'fastest in his last Test', mourns his upcoming retirement

এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা বিস্ফোরক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকুলাম। টেস্ট ইতিহাসে সর্বাধিক ছক্কা (১০৭) হাঁকানোর মালিক তিনিই। পরিসংখ্যানের কথা বললে, ১০১টি টেষ্ট ম্যাচে মোট ১২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৪টি সেঞ্চুরি এসেছিল ১০০টিরও কম বলে।

৪) ক্রিস গেইল: ৪টি

Chris Gayle: Here's A Look At The Records Held By The Universe Boss

ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ওপেনার ক্রিস গেইল এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। টেস্টের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, ১০৩টি টেষ্ট ম্যাচে মোট ১৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৪টি সেঞ্চুরি এসেছিল ১০০টিরও কম বলে।

৩) ডেভিড ওয়ার্নার: ৪টি

David Warner replacement: Who are the contenders to replace Warner in pink-ball Adelaide Test vs India? | The SportsRush

অস্ট্রেলিয়া দলের বর্তমান বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নার এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, ৮৬টি টেস্টে তিনি দুর্দান্ত ব্যাটিং গড় নিয়ে ২৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৪টি সেঞ্চুরি এসেছিল ১০০টিরও কম বলে।

২) অ্যাডাম গিলক্রিস্ট: ৬টি

Top 5 batting knocks in Test cricket by visiting players in India since 2000

বিশ্বের সর্বকালের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। একটানা ৯৬টি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তার। পরিসংখ্যানের কথা বললে, টেস্টে তিনি মোট ১৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৬টি সেঞ্চুরি এসেছিল ১০০টিরও কম বলে।

১) বীরেন্দ্র শেহবাগ: ৭টি

Pause, rewind, play: Even in defeat, Virender Sehwag's 195 at MCG remains an extraordinary innings

সর্বকালের সেরা বিস্ফোরক ব্যাটসম্যানদের মধ্যে বীরেন্দ্র শেহবাগ অন্যতম। বরাবরই তিনি শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিংয়ে বোলারদের অর্ধেক মনোবল ভেঙে দিতেন। পরিসংখ্যানের কথা বললে, ১০৪টি টেস্টে মোট ২৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৭টি সেঞ্চুরি এসেছিল ১০০টিরও কম বলে।