T-20 বিশ্বকাপে ওপেনিং জুটিতে ওঠা সর্বাধিক চারটি স্কোর, ভারতের স্থান কোথায়?

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে প্রথমবারের মতো টিম ইন্ডিয়াকে ১০ উইকেটে পরাজিত করে ইতিহাস গড়লো বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। এর আগে একবারও পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে পারেনি। এবার সেই জয় এল বিশ্বরেকর্ডের হাত ধরে।

তবে আজকের প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপেনিং জুটিতে ওঠা সর্বাধিক চারটি স্কোর সম্পর্কে! এই তালিকায় রয়েছে এক ভারতীয় ওপেনিং জুটি।  

১) বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান: ১৫২* রান

Azam and Rizwan's record-breaking stand dissected

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথমে ব্যাট করে ১৫১ রান করে। জবাবে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম (৬৮) ও মোহাম্মদ রিজওয়ান (৭৯) উভয়েই অপরাজিত থেকে ম্যাচের ১৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। আর এটিই সমস্ত রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি হয়।

২) ক্রিস গেইল ও ডেভন স্মিথ: ১৪৫ রান

Highest partnerships for a wicket in World T20

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রিস গেইল ও ডেভন স্মিথ ১৪৫ রানের পার্টনারশিপ গড়েন। ক্রিস গেলের ১১৭ রানের দুরন্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ২০৫ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৭.৪ ওভারে প্রয়োজনীয় রান টুকু তুলে নেয়।

৩) কামরান আকমল ও সালমান বাট: ১৪২ রান

Stats: Kamran Akmal, Salman Butt break world record for highest T20 opening  partnership

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুই ওপেনার কামরান আকমল (৭৩) ও সালমান বাট (৭৩) উভয়েই ১৪২ রানের পার্টনারশিপ গড়েন। জবাবে বাংলাদেশ ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১৫১ রান তুলতে সক্ষম হয়।

৪) গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেহবাগ: ১৩৬ রান

Top 10 Partnerships in World T20s

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দুই ওপেনার গৌতম গম্ভীর (৫৮) ও বীরেন্দ্র শেহবাগ (৬৮) উভয় মিলে ১৩৬ রানের জুটি বাঁধেন। এরপর যুবরাজ সিংয়ের ৬ বলে ছয় ছক্কা সহ ভারতীয় দল ২১৮ রান তোলে। জবাবে ইংল্যান্ড দল তুমুল লড়াইয়ের পর শেষ পর্যন্ত ১৮ রানে জয়ী হয় ভারতীয় দল।