পাকিস্তানের বিজয় উল্লাসে যারা ভারতে বাজি ফাটালেন তাদের একহাত নিলেন গম্ভীর-শেহবাগ

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: গত রবিবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। আর এই ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের বিরাট ব্যবধানে হেরে যায় ভারতীয় দল। আর তারপরই ভারতবর্ষের বেশ কিছু জায়গায় বাজি ফাটিয়ে পাকিস্তানের জয় সেলিব্রেশন করতে দেখা যায়, যা অত্যন্ত লজ্জার। এই বিষয়টি কোন ভারতীয় ভালো চোখে দেখেনি। প্রাক্তন ব্যাটসম্যান গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র শেহবাগ ক্ষুব্ধ হয়েছেন।   

Pakistan routs India with 10-wicket win at T20 World Cup | Gallery News | Al Jazeera

গৌতম গম্ভীর ট্যুইট করে জানিয়েছেন, “যারা পাকিস্তানের জয়ে বাজি ফাটিয়ে আনন্দ করে, তারা আর যায় হোক ভারতীয় হতে পারে না। আমরা আমাদের ছেলেদের পাশেই রয়েছি।” লজ্জাজনক শব্দটিকে ট্যাগ হিসেবে ব্যবহার করেছেন তিনি। এরপর বীরেন্দ্র শেহবাগও ভারতে বাজি ফাটানো নিয়ে তীব্র সমালোচনা করেছেন। 

T20 World Cup 2021: They Will Surely Win, I Have Full Confidence In Them – Gautam Gambhir Backs India To Win Against Pakistan

বীরেন্দ্র শেহবাগ টুইট করে লেখেন, “দীপাবলি সময় আতশবাজি নিষিদ্ধ করা হলেও গতকাল ভারতের কিছু অংশে পাকিস্তানের উদযাপনের জন্য পটকা ফাটানো হয়েছে। আচ্ছা! তারা নিশ্চয়ই ক্রিকেট জয় উদযাপন করেছে। তাহলে দীপাবলিতে আতশবাজি কি ক্ষতি করে? এত ভন্ডামি কিসের? যত জ্ঞান তখনই মনে পড়ে।”

Imran Khan hails 'brilliant performances' as Pakistan record 1st-ever World Cup win over India - Sports News

ম্যাচের কথা বললে, ভারতীয় দল প্রথমে ব্যাট করে শুরুতেই দুই ওপেনার ফিরে যায়। এরপর বিরাট কোহলির ৫৭ রানের ইনিংসের ভর করে ভারতীয় দল ৭ উইকেটে ১৫১ রান তোলে। জবাবে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে, ১৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। শাহীন আফ্রিদি ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হন।