আপনার শরীরের সবচেয়ে নোংরা জায়গা কোনটি? জানলে অবাক হবেন

মানুষ নিয়মিত স্নানের সময় সাবান ও শ্যাম্পু দিয়ে ধুয়ে নিজেকে পরিষ্কার রাখেন। কিন্তু এরপরেও এমন প্রশ্ন ওঠে যে শরীরেও অত্যন্ত নোংরা স্থান রয়েছে। শুনলে অবাক লাগলেও তথ্যটি একেবারে সত্যি। আসলে এই জায়গাটির তেমন যত্ন নেওয়া হয় না বলেই একে সবচেয়ে নোংরা জায়গা বলা হয়েছে।

আমরা শরীরের অন্যান্য স্থানের যত্ন নিলেও নিজের নাভির দিকে কখনো খেয়াল করেছেন কি। কতটুকুই বা জানেন এই নাভি সম্পর্কে? এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। বিজ্ঞানীদের মতে, নাভি আসলে শরীরের একটি ক্ষতস্থান। জন্ম সময় শিশুকে মায়ের থেকে পৃথক করার সময় তৈরি হয় এই ক্ষত।

Image

নাভি কুণ্ডলী বেশিরভাগ ক্ষেত্রেই ভেতরের দিকে থাকে। খুব অল্প সংখ্যক মানুষেরই নাভি কুণ্ডলী বাইরের দিকে থাকে। যেহেতু মহিলাদের সৌন্দর্যের ক্ষেত্রে নাভি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই অনেকেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে একে আরও সুন্দর করে তোলেন।

তবে জানেন কি শরীরের সবচেয়ে অপরিচ্ছন্ন স্থানই হলো নাভি। একটি গবেষণায় জানা গেছে, এখানে প্রায় ৬৭ রকমের ব্যাকটেরিয়া থাকে। আমরা বিভিন্ন ধরনের পোশাক পরি। তাই শরীর থেকে হোক বা পোশাক থেকে নোংরা জমতে থাকে নাভি কুন্ডলীতে। নিয়মিত পরিষ্কার না করলে তা দুর্গন্ধ হয়।

মায়েদের নাভি কুণ্ডলী পরিষ্কার না থাকলে তা থেকে নবজাতকেরও সংক্রমণ দেখা দিতে পারে। তাই এই স্পর্শকাতর স্থানটিকে নিয়মিত সাবান জল দিয়ে পরিষ্কার করা উচিত।