দিনের তুলনায় রাতে ট্রেন দ্রুত চলে কেন, এর কারণটা জানলে আপনি অবাক হবেন

আমরা সবাই জানি ভারতীয় রেলকে দেশের ‘লাইফ লাইন’ বলা হয়। ভারতীয় রেলের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। আপনিও নিশ্চয়ই কোন না কোন সময় ট্রেনে ভ্রমণ করেছেন।

তবে একটি প্রশ্ন আপনি কি রাতে ট্রেনের ভ্রমণ করেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে একটা জিনিস লক্ষ্য করেছেন যে ট্রেনটি দিনের তুলনায় রাতে বেশি দ্রুত চলে। কি কারণে দিনের চেয়ে রাতে ট্রেনের গতি আরো বেশি হয়, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

Image

প্রথম কারণ — রাতে ট্রেনের ট্রাকে কোন মানুষ বা প্রাণীকে পারাপার হতে দেখা যায় না। এর ফলে কোনও দুর্ঘটনা ঘটে না বললেই চলে। দিনের বেলায় এমন অনেক অসচেতন মানুষ দেখে থাকবেন যারা ওভার ব্রিজ থাকা সত্ত্বেও রেল ট্রাকের মধ্যে দিয়েই পারাপার করেন এবং তারা মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হন।

দ্বিতীয় কারণ — রাতের বেলা ট্রেনে রক্ষণাবেক্ষণ এর কাজ বন্ধ থাকে। রেল কর্মীরা সাধারণত দিনের বেলায় রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন। এদিকে রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাবে কোনও কাজ হয় না। এই ক্ষেত্রে লোকো পাইলটদের রাতে বেশি গতিতে ট্রেন চালাতে সমস্যা হয় না।

তৃতীয় কারণ — রাতের বেলা স্টেশন এবং সিগন্যাল লাইট খুবই ভালোভাবে বোঝা যায়। দিনের বেলায় সূর্যের আলোয় সিগন্যাল বুঝতে সমস্যা হয়। এদিকে রাতের বেলায় বহুদূর থেকে সিগন্যালগুলো স্পষ্ট বোঝা যায় এবং তাই দেখে ট্রেন চালকরা রাতের বেলায় গতিকে আরও বাড়িয়ে দেন।