বিশ্বের গভীরতম গর্ত: ১২ কিমি খননের পর আর গর্ত করা যায়নি, কেন জানেন?

রাশিয়ার গর্তটি আজ পর্যন্ত মানুষের দ্বারা সবচেয়ে গভীরতম গর্ত। এই কৃত্রিম গর্তটির নাম কোলা সুপারডিপ বোরহোল। এই খনন কাজটি করা হয়েছিল বর্তমান রাশিয়ার পেচেংস্কি জেলার কোলা উপদ্বীপে। প্রসঙ্গত মানুষের তৈরি এই গভীর গর্তটি রহস্যময় জলাধার মারিয়ানা ট্রেঞ্চ (১০.৯ কিমি) এর চেয়েও বেশি গভীর।

Kola Superdeep Borehole, Zapolyarny | DestiMap | Destinations On Map

রুশ বৈজ্ঞানিকেরা মাটির গভীরে কি কি রহস্য লুকিয়ে রয়েছে সেই বিষয়ে জানার জন্য পৃথিবীর কেন্দ্রে যতদূর সম্ভব খনন করার কাজ শুরু করে ১৯৭০ সালে। খননের টার্গেট ছিল ১৫ কিমি। এরপর ১৯৮৯ সালে গর্তটি ১২.২৬ কিমি গভীর পর্যন্ত পৌঁছায়। ভাবা হয়েছিল ১৯৯৩ সাল অবধি ১৫ কিমিতে পৌঁছাবে। কিন্তু তা সম্ভব হয়নি।

আসলে প্রতি ৩২ মিটারে ১ ডিগ্রী সেলসিয়াস উষ্ণতা বেড়ে যায়। খনন করতে করতে উষ্ণতা এতটাই বেড়ে গিয়েছিল যে মেশিন আর ভালো করে কাজ করতে পারছিল না। ১২ কিমি খননের পর উষ্ণতা প্রায় ১৮০ ডিগ্রিতে পৌঁছে যায় তখন আর খনন কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপর প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়।

Image

যদি রুশ বিজ্ঞানীরা তাদের টার্গেট অনুযায়ী ১৫ কিমি খননের কাজ করতো তাহলে উষ্ণতা বেড়ে গিয়ে ৩০০ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়াতো। তখন মেশিনের কাজ করা তো দূরে থাক বরং গলে যেত। এখনও পর্যন্ত এটিই পৃথিবীতে মানুষের তৈরি সবচেয়ে গভীর কৃত্রিম গর্ত।