গত দশকে যে ভারতীয় ক্রিকেটাররা অবসর নিয়েছেন তাদের নিয়ে গঠিত হল সেরা একাদশ

ভারতবর্ষে এমন কিছু উজ্জ্বল ক্রিকেট তারকা জন্মেছিলেন যারা গোটা বিশ্বে সমাদৃত। তাদের ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য কৃতিত্ব রয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। একটা সময়ের পর তারাও ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে গত দশকেই (২০১০-২০১৯ সাল) সবচেয়ে বেশি মূল্যবান ক্রিকেটাররা অবসর নিয়েছেন। আজকের প্রতিবেদনে তাদেরই নিয়ে গঠিত হলো সেরা ভারতীয় একাদশ। এবার দেখে নেওয়া যাক:- 

∆ ওপেনার: শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেহবাগ

Image

শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেহবাগ সর্বকালের অন্যতম সেরা ওপেনিং জুটি। এই দুই উজ্জ্বল নক্ষত্রের ব্যাটিংয়ের কারণে বহু ম্যাচ জয়লাভ করে ভারতীয় দল। শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারে ১০০টি সেঞ্চুরি রয়েছে। এর পাশাপাশি বহু রেকর্ডের অধিকারী। এদিকে বীরেন্দ্র শেহবাগ একমাত্র ভারতীয় হিসেবে টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ২১৯ রানের ইনিংস খেলেছিলেন। 

∆ মিডিল অর্ডার: গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ

Image

গৌতম গম্ভীর দুটি বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে দলকে শিরোপা জিতিয়েছিলেন। এছাড়াও টেস্ট ক্রিকেটে তার দুর্দান্ত অবদান রয়েছে। এদিকে রাহুল দ্রাবিড়কে টেস্ট ক্রিকেটের সেরা আদর্শ ক্রিকেটার বলে মনে করা হয়। প্রতিপক্ষ বোলারদের কাছে তিনি ছিলেন এক দুর্ভেদ্য প্রাচীরের মত। দ্রাবিড় টেস্টে ৩১ হাজারেরও বেশি বল খেলার রেকর্ড করেছেন। এরপর মিডল অর্ডারে সেরা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ২৮১ রানের ইনিংসটিকে শতাব্দীর অন্যতম সেরা ইনিংস বলা হয়েছে।

∆ উইকেট-রক্ষক: মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni retirement - The legend in seven innings

মহেন্দ্র সিং ধোনি কেবল একজন সেরা উইকেট রক্ষকের নন তিনি সর্বকালের সেরা ভারতীয় অধিনায়কও। তার নেতৃত্বে ভারতীয় দল প্রথমবার টেস্টে আইসিসি রাঙ্ক এর ১নং স্থান অর্জন করে। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি তার ঝুলিতে রয়েছে। ওয়ানডেতে উইকেট রক্ষক হিসেবে তিনি ১৮৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন। এছাড়া একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০,০০০ রান করেছেন।  

∆ অলরাউন্ডার: যুবরাজ সিং

Image

চলতি শতাব্দীর সেরা ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। দুই দশক ধরে তিনি তার অসামান্য অবদান রেখেছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকানো থেকে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে সেরা অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ভারতীয় দলকে শিরোপা উপহার দেন। তবে তার ক্যারিয়ারের শেষ দিকটা খুব একটা সুখের হয়নি।

∆ বোলার: ইরফান পাঠান, অনিল কুম্বলে, আশিস নেহেরা ও জাহির খান

Image

ভারতীয় দলের দুর্দান্ত সুইং বোলার ইরফান পাঠান একটি টেস্ট ম্যাচের প্রথম ওভারে হ্যাটট্রিক নিয়ে বিরল রেকর্ড অর্জন করেন। এছাড়া ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এই তালিকায় একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন অনিল কুম্বলে। তিনি ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী ভারতীয় বোলার। একটি টেস্ট ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। এই বিখ্যাত লেগ স্পিনার সর্বশেষ ২০০৮ সালে দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তবে ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।।

Birthday special: Zaheer Khan - India's most successful left-arm bowler

সৌরভের আমলে যে ক’জন ক্যারিয়ার শুরু করেছিলেন তার মধ্যে অন্যতম আশিস নেহেরা। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনি মাত্র ২৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেন। যদিও তিনি একটানা জাতীয় দলের হয়ে খেলে যেতে পারেননি। ২০১৭ সালে ক্রিকেটকে বিদায় জানান। এদিকে জাহির খানের দুর্দান্ত সুইং ইয়র্কার প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্নের মত ছিল। ২০১১ বিশ্বকাপে সর্বোচ্চ ২১টি উইকেট নিয়ে দেশকে বিশ্বকাপ জিততে সহায়তা করেছিলেন।

গত দশকে অবসর নেওয়া সেরা ভারতীয় একাদশ: শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, ইরফান পাঠান, অনিল কুম্বলে, আশিস নেহেরা ও জাহির খান।