আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের পাঁচটি ব্যক্তিগত ইনিংস, তালিকায় একজন দুবার

এই ব্যস্ত জীবনে দীর্ঘ সংস্করণের খেলা দেখার চাহিদা অনেকটা কমেছে। তাই টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এই সীমিত ওভারের খেলায় যে যত কম বলে পারেন বড় রানের ইনিংস খেলে দলকে উচ্চ স্কোর করতে সাহায্য করেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন কতগুলি সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস রয়েছে, সচরাচর ওয়ানডে ক্রিকেটেও তা দেখা যায় না। এবার সেই পাঁচটি ইনিংস সম্পর্কে রইল:- 

৫) এভিন লুইস: ১২৫* রান

India vs West Indies T20I, highlights: Evin Lewis 125*, WI thrash IND by 9 wkts | Cricket - Hindustan Times

২০১৭ সালে কিংস্টনে ভারত ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল। ভারতীয় দল প্রথমে ব্যাট করে ১৯০ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ওপেনার এভিন লুইস মাত্র ৬২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। তার এই ইনিংসের সাজানো ছিল ১২টি ছক্কা ও ৬টি চার।

৪) গ্লেন ম্যাক্সওয়েল: ১৪৫* রান

Image

২০১৬ সালে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল। গ্লেন ম্যাক্সওয়েল ওপেন করতে নেমে ৬৫ বলে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডকে ২৬৩ রানে খাড়া করে। ম্যাক্সওয়েলের ইনিংসে সাজানো ছিল ৯টি ছক্কা ও ১৪টি চার। জবাবে শ্রীলঙ্কা দল ১৭৮ রান করতে সক্ষম হয়েছিল।

৩) অ্যারন ফিঞ্চ: ১৫৬ রান

Image

২০১৩ সালে সাউদাম্পটনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ৬৩ বলে ১৫৬ রানের ইনিংস খেলে দলকে ২৪৮ রানে নিয়ে যান। এই ইনিংসে সাজানো ছিল ১৪টি ছক্কা ও ১১টি চার। তার এই ইনিংসের দৌলতে অস্ট্রেলিয়া ২৪৮ রান তোলে। জবাবে ইংল্যান্ড ২০৯ রান করতে সক্ষম হয়।

২) হজরতুল্লাহ জাজাই: ১৬২* রান

Hazratullah Zazai wallops one | Photo | Global | ESPNcricinfo.com

২০১৯ সালে একটি টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান ও আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছিল। আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই বিধ্বংসী ব্যাটিং করে ৬২ বলে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই ইনিংসে সাজানো ছিল ১৬টি ছক্কা ও ১১টি চার। জবাবে আয়ারল্যান্ড ১৯৪ রান তুলতে সক্ষম হয়।

১) অ্যারন ফিঞ্চ: ১৭২ রান

Finch posts highest ever T20I score | cricket.com.au

এই তালিকায় দুবার ও সবার শীর্ষে রয়েছেন অ্যারন ফিঞ্চ। ২০১৩ সালে হারারেতে অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে মুখোমুখি হয়েছিল। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৭৬ বলে ১৭২ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছিলেন। এই ইনিংসে সাজানো ছিল ১০টি ছক্কা ও ১৬টি চার। এতে অস্ট্রেলিয়া স্কোরবোর্ড গিয়ে দাঁড়ায় ২২৯ রানে। জবাবে জিম্বাবোয়ে দল ১২৯ রান তুলতে সক্ষম হয়েছিল। উল্লেখ্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে পরাজিত করে ফিঞ্চ এর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।