আইসিসি T20 বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ৮ ব্যাটসম্যান, তালিকায় একজন দুইবার

আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে প্রথম সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার। ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে আরেক ইংলিশ ডানহাতি ব্যাটসম্যান অ্যালেক্স হেলস সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে এই সংক্ষিপ্ত ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানো অত সহজ নয়।

এই তালিকায় একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রয়েছেন সুরেশ রায়না। যিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এছাড়াও একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জোড়া সেঞ্চুরি রয়েছে ক্রিস গেলের নামে। আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক, এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়েছেন যারা:-

১) ক্রিস গেইল: ১১৭ রান

On This Day: Chris Gayle Smashes First Ever T20 International Century

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিস গেইল ৫৭ বলে ১১৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এবং এটিই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি। ক্রিস গেলের ইনিংসে সাজনো ছিল ৭টি চার ও ১০টি ছক্কা।

২) সুরেশ রায়না: ১০১ রান

Watch: Suresh Raina's 101 against South Africa in 2010, the first ton by an  Indian in

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না একটি দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি ৬০ বলের মুখোমুখি হয়ে ১০১ রান করেন।

৩) মাহেলা জয়াবর্ধনে: ১০০ রান

T20 World Cup 2021: Mahela Jayawardene to Virat Kohli; Top Ten Run-Getters

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেন করতে নেমে ৬৪ বলে শতরানের ইনিংস (১০০) খেলেছিলেন।

৪) ব্রেন্ডন ম্যাককালাম: ১২৩ রান

Record innings by McCullum in T20 win | Stuff.co.nz

২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম মাত্র ৫৮ বলে ১২৩ রানের ইনিংস খেলে বাংলাদেশি বোলারদের ছারখার করেন।

৫) আলেক্স হেলস: ১১৬* রান

World Twenty20: Alex Hales hits amazing ton to lead England to miracle win  over Sri Lanka | The Independent | The Independent

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের বিপক্ষে ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার আলেক্স হেলস ৬৪ বলে শতরানের একটি ইনিংস (১১৬) খেলে অপরাজিত ছিলেন।

৬) আহমেদ শেহজাদ: ১১১* রান

Rebel With A Cause - ARYSports.tv

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি ডানহাতি ওপেনার আহমেদ শেহজাদ ৬২ বলে একটি শতরানের ইনিংস (১১১) খেলেছিলেন।

৭) তামিম ইকবাল: ১০৩* রান

Tamim Iqbal pulls out of T20 World Cup - Crictoday

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল দুর্বল প্রতিপক্ষ ওমানের বিপক্ষে মাত্র ৬৩ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। যদিও ম্যাচটি বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫৪ রান জয়ী হয়।

৮) ক্রিস গেইল: ১০০* রান

Six of Chris Gayle's best T20 knocks | cricket.com.au

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস গেলের ব্যাট থেকে একটি দুরন্ত সেঞ্চুরি আসে। এই ম্যাচে তিনি ৪৮ বলে ৫টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ১০০ রানে অপরাজিত থাকেন।

৯) জস বাটলার: ১০১* রান

Image

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা দলের বিপক্ষে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার। এই বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটি আসে তার ব্যাট থেকে। মাত্র ৬৭ বলে ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি।