প্রথম দুটি ম্যাচে হারার পরেও ভারত সেমিফাইনালে যেতে পারে, বলছে এই সমীকরণটি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দল হিসেবে ভারতকে ভাবা হয়েছিল, কিন্তু পরপর দুটি ম্যাচে পরাজিত হয়ে সেমিফাইনালে যাওয়া নিয়ে প্রায়ই অনিশ্চিত হয়ে পড়েছে। আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে ভারত প্রথমে পাকিস্তানের কাছে পরাজিত হয়। এরপর নিউজিল্যান্ডের কাছে হেরে আরও শোচনীয় অবস্থা হয়েছে।

Losing to Pakistan Early Gives India Best Chance to Win T20 World Cup 2021  | 3 Reasons Why India Will Win T20 World Cup 2021 | IND vs PAK Final

এদিন রবিবার দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিরা নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে। ভারতীয় দল প্রথমে ব্যাট করে ১১০ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড ৩৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। এভাবে ভারতের টানা দুটি অপমানজনক হারের পর সেমিফাইনালে ওঠার পথ খুবই কঠিন হয়ে পড়েছে।

এই বিশ্বকাপের গ্রুপ-২ এ রয়েছে ভারতীয় দল, যেখানে পাকিস্তান ৩টি ম্যাচের মধ্যে সবগুলি জিতে কার্যত সেমিফাইনাল জায়গা করে নিয়েছে। এখন লড়াই দ্বিতীয় স্থানে সঙ্গে। আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ও নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।

World T20 2021, IND vs NZ: India on verge of losing out on semi spot after  suffering defeat against New Zealand - Cricket@22Yards

এমন পরিস্থিতিতে ভারতের কাছে সেমিফাইনালে পৌঁছানো এভারেস্টের চূড়ায় ওঠার চেয়ে কোন অংশে কম নয়। তবে এখনও বেশ কতকগুলি সমীকরণ তৈরি হয়েছে, যা ভারতীয় দলকে সেমিফাইনালে নিয়ে যেতে পারে। এই সমীকরণগুলি খুবই কঠিন তবে অসম্ভবও নয়।

প্রথম সমীকরণটি হলো ভারতকে বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে। যেখানে আফগানিস্তানকে প্রায় ৮০ রানে হারাতে হবে। এরপর নামিবিয়া ও স্কটল্যান্ডকে ১০০ রানে হারাতে পারলে এমন পরিস্থিতিতে ভারতীয় দলের রান রেট উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

India vs Pakistan T20 World Cup 2021: India sets Pakistan target of 152

শুধু ভারতকে বাকি ম্যাচগুলো বড় ব্যবধানের জিতলেই হবে না, অন্যান্য ম্যাচের ফলগুলোও তাদের সেমিফাইনালে যাওয়া নিয়ে নির্ভর করছে। যেখানে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ক্ষেত্রে যদি আফগানিস্তান কিউই দলকে পরাজিত করে তাহলে ভারতীয় দলের সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে কিছুটা আশা থাকবে।