২০২২ সালের আইপিএল যে পাঁচ বিখ্যাত খেলোয়াড়কে খুবই মিস করবে

আইপিএল বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ হওয়ার পাশাপাশি মানুষের বিনোদনের একটি সেরা মাধ্যম হয়ে উঠেছে। তবে আসন্ন আইপিএলে কিছু খেলোয়াড়কে অনুরাগীরা খুবই মিস করবেন। এবারের নিলামে সুরেশ রায়না থেকে অনেক বিখ্যাত খেলোয়াড় কোনও দলই পাননি। একসময় এই বাদ পড়া কিংবা নিলামে অংশ না করা খেলোয়াড়রা আইপিএলকে অতিরঞ্জিত করে তুলেছিলেন। এবার দেখে নেওয়া যাক, ২০২২ আইপিএলে কোন কোন খেলোয়াড়দের ক্রিকেট অনুরাগীরা মিস করবেন।

১) ক্রিস গেইল: 

Image

টি-টোয়েন্টি ক্রিকেটের বাদশা ক্রিস গেইল, যিনি আইপিএলের সবচেয়ে সফলতম খেলোয়াড়দের মধ্যে একজন। কেকেআরের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করার পর ক্রিস গেইল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময় জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এই দানবীয় ক্রিকেটার ১৪২ ম্যাচে ৩৯.৭২ গড়ে ৪৯৫৬ রান করেছেন। এর পাশাপাশি তার ব্যাট থেকে এসেছে ৬টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১৭৫ রান — যা আইপিএলের ইতিহাসে একটি রেকর্ড।

২) এবি ডিভিলিয়ার্স:

Image

দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স আইপিএলের উদ্বোধনী মরসুম থেকে টানা ২০২১ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন, যে কারণে তিনি ভারতীয়দের কাছে অনেক ভালোবাসা ও সম্মান পেয়ে থাকেন। এবি ডিভিলিয়ার্স প্রতিটি মরসুমে অসাধারণ পারফরম্যান্স করলেও কখনোই আইপিএল শিরোপা জয়ী দলের সদস্য হতে পারেননি। তিনি ১৮৪ ম্যাচে ৩৯.৭১ গড়ে ৫১৬২ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১৩৩ রান।

৩) সুরেশ রায়না:

IPL 2020 | 'Come back, Mr IPL!': CSK fans call for Suresh Raina's return as  batting woes continue | Cricket News – India TV

‘মিস্টার আইপিএল’ নামে খ্যাত সুরেশ রায়না এবারের আইপিএল নিলামে কোন দলই পাননি। একজন দুর্দান্ত ক্রিকেটার হওয়া সত্ত্বেও তার দল না পাওয়া নিয়ে ক্রিকেটপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েছেন, আসন্ন আইপিল তাকে খুবই মিস করবে। আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে সুরেশ রায়না ৫০০০ রানের গণ্ডি পার করেছিলেন। চেন্নাই সুপার কিংসের বিখ্যাত খেলোয়াড় ২০৫ ম্যাচে ৩২.৫২ গড়ে ৫৫২৮ রান করেছেন। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০০ রান।

৪) স্টিভ স্মিথ:

Image

অস্ট্রেলিয়ার দুর্দান্ত ব্যাটসম্যান স্টিভ স্মিথের আইপিএল দল না পাওয়া নিয়ে অনেকেই অবাক হয়েছেন। স্টিভ স্মিথ আইপিএলের দুটি দলের হয়ে অধিনায়কত্ব করেছেন যথাক্রমে রাইজিং পুনে সুপারজায়ান্ট ও রাজস্থান রয়্যালস। গত বছর তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন কিন্তু পারফরম্যান্স খারাপ হওয়ায় কারণে সম্ভবত কোনও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তার প্রতি আগ্রহ দেখায়নি। স্টিভ স্মিথ ১০৩ ম্যাচে ৩৪.৫১ গড়ে ২৪৮৫ রান করেছেন। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১০১ রান।

৫) ইমরান তাহির:

Image

দক্ষিণ আফ্রিকার অসাধারণ লেগ স্পিনার ইমরান তাহিরও এবারের আইপিএল নিলামে কোন দল পাননি। সম্ভবত তার বয়স ও ফিটনেসের কারণেই হয়ত কোনও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের নজর কাড়তে পারেননি। আইপিএলে উইকেট নেওয়ার পর তিনি যেভাবে ছুটে সেলিব্রেশন করতেন তা সত্যিই দেখার মতো ছিল। ২০১৯ আইপিএল মরসুমে তিনি সর্বোচ্চ ২৬টি উইকেট নিয়ে পার্পেল ক্যাপ জয়ী হন। ইমরান তাহির ৫৯ ম্যাচে ৭.৭৬ ইকোনোমি রেটে ৮২টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ফিগারটি হল ৪-১২ উইকেট।