অবসরের সময় কোন উপহার দিয়েছিলেন বিরাট কোহলি, যা ফিরিয়ে দেন শচীন টেন্ডুলকার

সম্প্রতি বিরাট কোহলিকে নিয়ে একটি বড় তথ্য প্রকাশ্যে এনেছেন ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার। তিনি জানিয়েছেন ২০১৩ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সময় বিরাট কোহলি তাকে একটি মূল্যবান উপহার দিয়েছিলেন, যে কারণে তিনি আরও আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সেই উপহারটি অবশ্য তাকে ফিরিয়ে দেন।

Watch: On this day in 2005, Sachin Tendulkar went past the original Little  Master

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শচীন টেন্ডুলকারের ৯ বছর পেরিয়ে গেছে এবং সেই থেকে বিরাট কোহলি তাঁর খেলার মাধ্যমে একটি নিজস্ব পরিচয় তৈরি করেছেন। এই দুই অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারই একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। শচীন টেন্ডুলকারকে তার আইডল হিসেবে মনে করেন। ২০১১ সালের বিশ্বকাপ জেতার পর শচীন টেন্ডুলকারকে কাঁধে নিয়ে বিরাট কোহলি জয়োল্লাসে মেতেছিলেন।

২০১৩ সালে শচীন টেন্ডুলকার তাঁর শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচের সময় বিরাট কোহলি ও তার কথোপকথনের মুহূর্তটিকে আবেগঘন ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন সাংবাদিক গ্রাহাম বেন সিঙ্গারের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারের সময় শচীন টেন্ডুলকার সেদিনকার পুরো বিষয়টি এতদিন পর প্রকাশ্যে এনেছেন। 

Image

শচীন টেন্ডুলকার জানিয়েছেন, ‘আমার এখনও মনে আছে আমি সবেমাত্র ড্রেসিংরুমে ফিরেছিলাম ও আর চোখে জল ছিল। ততক্ষণ পর্যন্ত আমি জানতাম আমি অবসর নিতে যাচ্ছি এবং আমি সবাইকে বলেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে একজন খেলোয়াড় হিসেবে আমি আর কখনোই মাঠে নামতে পারব না ভেবে আবেগপ্রবণ হয়ে পড়ি এবং তোয়ালে দিয়ে চোখের জল মুছতে থাকি। সেই সময় বিরাট কোহলি আমার কাছে এসে তার বাবার দেওয়া একটি পবিত্র সুতো আমাকে দিয়েছিলেন। সেটি কিছুক্ষণ রাখার পর তাকে ফিরিয়ে দিয়ে বলি এটি খুবই মূল্যবান, তোমার কাছেই রাখো। এই মুহূর্তটি খুবই আবেগপ্রবণ ছিল।”