চোখের ধাঁধা : মরুভূমির ছবির মধ্যে একটি বড় ভুল রয়েছে, খুঁজে পেলেই আপনি জিনিয়াস

বলুন তো মরুভূমির এই ছবির মধ্যে ভুলটি কোথায় রয়েছে

Optical illusion : বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে কত কিছুই না ভাইরাল হচ্ছে। কখনো লুকিয়ে থাকা বস্তুর অবয়ব আবার কখনো পার্থক্য খুঁজে বের করতে হয়। আর এগুলি অপটিক্যাল ইলিউশন নামে পরিচিত। মানুষেরা যেমন সমাধান করতে পছন্দ করেন তেমনি মজাদারও। এর মাধ্যমে আইকিউ লেভেল কতটা ভালো তা জেনে নেওয়ার একটি দুর্দান্ত উপায়।

এই প্রতিবেদনেও তেমনি একটি অপটিক্যাল ইলিউশনের ছবি নিয়ে আসা হয়েছে যা আপনাকে সমাধান করতে হবে। ছবিটিতে দেখতে পাচ্ছেন মরুভূমির মধ্য দিয়ে দুটি উট হেঁটে চলেছে। মাথার উপরেই সূর্য রয়েছে, দূরে একটিখেজুর জাতীয় গাছ দেখা যাচ্ছে। এছাড়াও কিছু পাখিও উড়ে চলেছে। এখন আপনাকে এরই মধ্যে ভুলটি খুঁজে বের করতে হবে।

অপটিক্যাল ইলিউশন ধাঁধাগুলি সমাধানের মাধ্যমে বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া যায়। এই ধরনের ছবিগুলি দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যা আপনাকে ভাবিয়ে তোলে। তবে এটা নিশ্চিত যে আপনি যদি ছবিটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন তবে অবশ্যই ধাঁধার রহস্যের সূত্রটি খুঁজে পাবেন।

বিশেষজ্ঞদের মতে আপনি যত অপটিক্যাল ইলিউশনের পোস্টগুলি সমাধানের চেষ্টা করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন। তবে এর জন্য যেটা বিশেষ দরকার তা হল পর্যবেক্ষণ দক্ষতা আর কিছুটা জ্ঞান। এগুলি মস্তিষ্কের সংযোগকারী কোষগুলিকে সক্রিয় করে তুলতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন।

তবে ইতিমধ্যেই যারা ছবির ভুলটি বুঝতে পেরেছেন তাদের অভিনন্দন কিন্তু যারা ব্যর্থ হয়েছেন তাদের আর চিন্তা করার কিছু নেই, আমরা হাইলাইট ও বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে দেখবেন যে প্রখর রোদের মধ্যে ছায়া পড়া স্বাভাবিক, কিন্তু মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা উট দুটির কোনো ছায়া পড়েনি।

Image