GK ক্যুইজ : স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছিল না?

পশ্চিমবঙ্গের কোন জেলাটি স্বাধীনতা লাভের সময় ছিল না?

General Knowledge Quiz : শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নেয়। এই সময় তারা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এছাড়া সাধারণ জ্ঞান মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তোলে। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ রাজা রামমোহন রায়ের পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্ম হয়েছিল? 
উত্তরঃ ১৭৭২ সালের ২২শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে রামমোহন রায়ের (Rammohan Roy) জন্ম হয়েছিল।

২) প্রশ্নঃ চাঁদের মাটিতে কোনও মহাকাশচারী প্রস্রাব করলে ঠিক কী হবে?
উত্তরঃ চাঁদে প্রস্রাব করলে তা পৃথিবীর তুলনায় আড়াই গুণ বেশি দূরে গিয়ে পড়বে এবং অত্যন্ত নিম্ন বায়ুমণ্ডলীয় চাপের প্রভাবে প্রস্রাব ফুটতে শুরু করবে।

৩) প্রশ্নঃ লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেন? 
উত্তরঃ বখতিয়ার খলজি (Bakhtiyar Khalji)।

৪) প্রশ্নঃ বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কী? 
উত্তরঃ পৃষ্ঠটানের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়।

৫) প্রশ্নঃ মানুষের শরীরের ত্বকের রং নির্ভর করে কীসের উপর? 
উত্তরঃ মেলানিন (Melanin) নামক একপ্রকার পদার্থ রয়েছে যার কারণে শরীরে রঙের তারতম্য হয়।

৬) প্রশ্নঃ সুভাষচন্দ্র বসুকে কে দেশ নায়ক বলে আখ্যায়িত করেছিলেন? 
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘দেশ নায়ক’ বলে আখ্যায়িত করেছিলেন।

৭) প্রশ্নঃ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? 
উত্তরঃ আপেক্ষিক আর্দ্রতা (Humidity) মাপার যন্ত্রের নাম হল হাইগ্রোমিটার।

৮) প্রশ্নঃ ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? 
উত্তরঃ ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মহারাষ্ট্রে গড়ে উঠেছিল যার নাম তারাপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র (Tarapur Nuclear Power Plant)।

৯) প্রশ্নঃ ভগৎ সিং-র (Bhagat Singh) ফাঁসি হয় কোন মামলায় জড়িয়ে থাকার কারণে? 
উত্তরঃ লাহোর ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার কারণে ১৯৩১ সালের ২৩শে মার্চ ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়।

১০) প্রশ্নঃ স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছিল না?
উত্তরঃ কোচবিহার (Cooch Behar), ২৯শে জানুয়ারী ১৯৫০ সালে পশ্চিমবঙ্গের সাথে একটি জেলা হিসাবে যুক্ত হয়। স্বাধীনতার সময়ে পশ্চিমবঙ্গ রাজ্য ১৪টি জেলায় বিভক্ত ছিল।