টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচে কোন দল জিততে পারে, জানালেন শাহিদ আফ্রিদি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ২৪ শে অক্টোবর, যার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে প্রহর গুনছেন। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি জানিয়েছেন যে দুটি দলের মধ্যে কে জয়ী হবে। 

What is Shahid Afridi Real Age? The Age-Old Question Resurfaces After  Twitter Flooded With Birthday Wishes | Cricket News

আফ্রিদি তার ইউটিউব চ্যানেলে বলেছেন যে, আফ্রিদির বলেন, “ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময়ই কঠিন। যে দল চাপ সামলাতে পারবে তার সুযোগ থাকবে এই ম্যাচ জেতার। যে দল কম ভুল করবে সেই জিতবে এই ম্যাচ।” জানিয়ে রাখি, এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান পাঁচবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে সবগুলিই ভারতীয় দল জিতেছে।

CWC19: M22 IND v PAK – Extended highlights

দু’বছর পর ২৪ শে অক্টোবর দুই দল একে অপরের মুখোমুখি হবে। সর্বশেষ ২০১৯ সালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ, যেখানে ভারত পাকিস্তানকে বিশাল ব্যবধানে পরাজিত করে। ওয়ানডে বিশ্বকাপেও ভারতীয় দল পাকিস্তানকে ৭ বার পরাজিত করেছে।

T20 World Cup: India to open campaign against Pakistan on October 24, ICC  announces full schedule - Sports News

এছাড়া পাকিস্তানি দলে শোয়েব মালিকের ফিরে আসায় এই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার অত্যন্ত খুশি হয়েছেন। শাহিদ আফ্রিদি টুইট করে লিখেছেন, অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে খুব বড় ভূমিকা নিতে পারে মালিক।