মা দুর্গা পুজোয় ১০৮টা পদ্মফুল লাগে কেন, এ বিষয়টি অনেকেরই অজানা

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর এই পূজাকে ঘিরে এমন অনেক তথ্য আছে যা আমরা অনেকেই জানিনা। তার মধ্যে একটি হলো ১০৮টি পদ্মফুল কেন দেওয়া হয় দেবী দুর্গাকে। অষ্টমী তিথিতে সন্ধিপূজায় দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পূজা করা হয়। এই পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণের এই পুজোয় সারাবছর বিশেষ ফল পাওয়া যায় ও শুভদায়ক। 

With Six Weeks To Go For Durga Puja, The Kumartuli Potters Are Hoping For A Miracle

কথিত আছে, রাম রাবণের যুদ্ধের সময়কে দেবী দুর্গার শরতকালের অকালবোধন হয়। এদিকে রাবণ ভদ্রকালীর আরাধনায় সুরক্ষিত ছিলেন। তাই রাবণকে বধ করতে হলে দেবী ভদ্রকালীর সুরক্ষা থেকে বের করে আনতে হবে। তাই রাম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। কিন্তু দেবী কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না বলে বিভীষণ রামকে পরামর্শ দেন ১০৮টি নীল পদ্ম দিয়ে দেবীর পুজো করার জন্য।

রামের আদেশে হনুমান দেবীদহে গেলেন যেখানে একমাত্র নীল পদ্ম পাওয়া যায়। পদ্ম আনার পর পুজো করতে গিয়ে রাম দেখেন একটি পদ্ম নেই। তখন নিজের পদ্ম সদৃশ্য চোখ দেবীকে দান করার উদ্দেশ্যে ইচ্ছা প্রকাশ করেন। তখন দেবী তুষ্ট হন এবং রাবণের থেকে নিজ সুরক্ষা সরিয়ে নেন। রাম পুজো শুরু করেন ষষ্ঠীতে। দেবী অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রামের অস্ত্রে প্রবেশ করেন। দশমীর দিন রাবণের বধ হয়। এই কারণে ১০৮ পদ্মফুল এত গুরুত্বপূর্ণ।

Durga Puja: A Melting Pot of People, Rituals & Cultures! | Creativomatic Media

সবাই জানি পদ্মফুলে জন্ম পাঁকে, তবে পাঁক বেয়ে উঠলেও তার গায়ে কোন দাগ থাকে না। পদ্ম আমাদের ইঙ্গিত দেয় যে খারাপ পরিবেশে জন্মেও অনেক ভালো কাজ করা যায়। তেমনি মানুষের উচিত পরিস্থিতির দাস না হয় সেখান থেকে উঠে দাঁড়ানো। শ্রীকৃষ্ণের কথা হোক বা গীতাতে যেখানে পদ্মের কথা উল্লেখ রয়েছে। তাই পদ্মকে বিশেষ পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়। এছাড়া হিন্দু শাস্ত্র মতে, ১০৮ সংখ্যাটি অত্যন্ত পবিত্র। ১০৮টি অনেক দেবতার নামও রয়েছে।