টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘হ্যাটট্রিক’ নিয়েছেন এমন ৩ বোলার, চলতি টুর্নামেন্টে দু’বার

গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকা পরাজিত করলেও ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যাটট্রিক নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় খেলোয়াড় হয়েছেন। এটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে তিনি অভিষেক ম্যাচেই হ্যাট্রিক নিয়েছিলেন।

Image

শারজায় অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কান স্পিনার হাসারাঙ্গা পরপর তিন বলে তিনটি উইকেট নিয়ে ম্যাচে প্রত্যাবর্তনের আপ্রাণ চেষ্টা করলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আজকের প্রতিবেদনে টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ৩ জন হ্যাটট্রিক নিয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত রইল:-

১) ওয়ানিন্দু হাসারাঙ্গা:

https://twitter.com/ICC/status/1454518367134564355?s=20

শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ১৪২ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা ওয়ানিন্দু হাসারাঙ্গার হ্যাটট্রিকে শেষ দিকে কোণঠাসা হয়ে পড়েছিল। ১৫তম ওভারের শেষ বলে আইডেন মারকরাম ও এরপর ১৮তম ওভারের পরপর দুই বলে তেম্বা বাভূমা ও ডোয়েন প্রিটোরিয়াসকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। 

২) কার্টিস ক্যাম্পার:

T20 WC: Curtis Camper had made a plan to leave the country in the middle match, reached Ireland because of grandmother

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী ম্যাচে আয়ারল্যান্ডের ফাস্ট বোলার কার্টিস ক্যাম্পার পরপর চার বলে ৪ জন করে এক বিরল রেকর্ড অর্জন করেন। এর আগে রেকর্ড কেবল লাসিথ মালিঙ্গা ও রাশিদ খানের নামে রয়েছে। এই ২২ বছর বয়সী ফাস্ট বোলার নেদারল্যান্ডের বিপক্ষে ১০তম ওভারে পরপর চার বলে কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট এডওয়ার্ডস এবং রোয়েলফ ভ্যান ডের মারওয়ে ফিরিয়ে দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

৩) ব্রেট লি:

Brett Lee's fiery balls; Remember that first hat-trick in the T20 World Cup? » Livenewskerala

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরসুমে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি হ্যাটট্রিক নিয়েছিলেন। বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ১৩.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। বাংলাদেশের ১৭তম ওভারে শাকিব আল হাসান, মাশরাফি মর্তুজা ও অলোক কাপালিকে পরপর তিন বলে প্যাভিলিয়নের ফিরিয়ে দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রেট লি।