T20 বিশ্বকাপ: ভারত-আফগানিস্তান ম্যাচে এই ৯টি রেকর্ডের দোরগোড়ায় রয়েছে

আজ বুধবার, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত আফগানিস্তান মুখোমুখি হবে। চলতি টুর্নামেন্টটি এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে বিজয়ী দল শেষ চারের দিকে এগিয়ে যাচ্ছে, অন্যথায় পরাজিত দলগুলির ছিটকে পড়ার সম্ভবনা তৈরি হয়েছে।

এই দুই দল শেষবারের মতো মুখোমুখি হয়েছিল ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে, মোহাম্মদ শামির হ্যাট্রিকে ভারতীয় দল জয়লাভ করে। তবে এবারে মুখোমুখি হওয়ার আগে ৯টি রেকর্ড হাতছানি দিচ্ছে। অনায়াসে দুই দলের খেলোয়াড়রা এই কৃতিত্বগুলি অর্জন করতে পারেন।

Afghanistan vs India Prediction: Who will win today's T20 World Cup 2021  match?

☞ এবার দেখে নেওয়া যাক সেই রেকর্ড গুলি কি কি:-

১) ভারতীয় দলের অলরাউন্ডার ও বিধ্বংসী ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়ার ১০০টি আন্তর্জাতিক ছক্কা পূর্ণ হতে মাত্র ৪টি ছক্কা হাঁকাতে হবে।

২) টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪০০টি উইকেট পূর্ন করতে ও চতুর্থ বোলার হিসেবে রশিদ খানকে কেবল ১টি উইকেট নিতে হবে।

T20 World Cup 2021: "It's a request to all fans to stay cool and calm and  just enjoy the game" - Rashid Khan ahead of Pakistan match

৩) আফগানিস্তানের বাঁহাতি ওপেনার হজরতুল্লাহ জাজাই এর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২০০০ রান পূর্ণ হতে মাত্র ২৭ রান বাকি।

৪) টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম উইকেট রক্ষক হিসেবে ২০০০ রান পূর্ণ করতে মোহাম্মদ শাহজাদের প্রয়োজন মাত্র ৭ রান।

৫) আফগান লেগ স্পিনার রশিদ খান চলতি বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি এখনও পর্যন্ত ৬৪টি উইকেট নিয়েছেন। তিনি চাইবেন আরও কয়েকটি উইকেট যোগ করতে।

৬) আফগান অধিনায়ক মোহাম্মদ নবীকে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ ছক্কা পূর্ণ করতে আরও ৪টি ছক্কা হাঁকাতে হবে।

T20 WC: Twitter labels KL Rahul as 'IPL bully' after flop show against New  Zealand | Cricket - Hindustan Times

৭) ভারতীয় দলের ওপেনার কেএল রাহুলের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫,৫০০ রান পূর্ণ করতে প্রয়োজন মাত্র ১১ রান।

৮) বিরাট কোহলি আর একটি হাফ সেঞ্চুরি করলেই টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করা বাবর আজমের সমান হবেন। কোহলি এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে এই সংক্ষিপ্ত ফরম্যাটে ১৩টি হাফসেঞ্চুরি করেছেন।

Why Virat Kohli not playing today: Why is Jasprit Bumrah not playing  today's T20 World Cup warm-up match between India and Australia? - The  SportsRush

৯) ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার টি-টোয়েন্টি ক্রিকেটে ৯,৫০০ রান পূর্ণ করতে আর ৪০ রান বাকি। এই মাইলস্টোন অর্জন করলেই তিনি বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হবেন।