সেমিফাইনালে পৌঁছানোর সাথে সাথে কোহলিকে খোঁচা দিলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ:
গত মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল পাকিস্তান। গ্রুপ পর্বের টানা চতুর্থ ম্যাচে জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাবর-রিজওয়ানরা। অন্যদিকে ইংল্যান্ডও সেমিফাইনালে প্রবেশ করেছে। এদিন বাবর আজম প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ম্যাচ জেতার পরই ইঙ্গিতে তিনি ভারতীয় দল সহ অধিনায়ক বিরাট কোহলিকে খোঁচা মারেন।

Babar Azam, Mohammad Rizwan break T20 World Cup partnership record

পাকিস্তান প্রথম উইকেটে শতরানের পার্টনারশিপ গড়েন বাবর আজম ও উইকেট-রক্ষক মোহাম্মদ রিজওয়ান। চলতি টুর্নামেন্টে তৃতীয় হাফ সেঞ্চুরি করার পর ৭০ রানে ডেভিস ভিসার বলে আউট হন বাবর আজম। এরপর পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৭৯ রানের ইনিংসের ওপর ভর করে পাকিস্তান নির্ধারিত কুড়ি ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান খাড়া করে।

জবাবে নামিবিয়া দল ১৯০ রানের তাড়া করতে নেমে কুড়ি ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৪ রানে থামতে হয় ও ৪৫ রানে পরাজিত হয় প্রতিপক্ষের কাছে। এই জয়ের সুবাদে পাকিস্তানি দল ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করে। জয়ের প্রসঙ্গে অধিনায়ক বাবর আজম নাম না করেই ভারত অধিনায়ক বিরাট কোহলিকে তীব্র কটাক্ষ করেন। যেখানে ভারতীয় দল পরপর দুটি ম্যাচে দ্বিতীয়ার্ধে বোলিং করে পরাজিত হয়েছে। 

T20 World Cup LIVE: Pakistan v Namibia score, highlights & updates - Live - BBC Sport

বাবর আজম বলেন, “আল্লাহকে অশেষ ধন্যবাদ! আজ আমরা প্রথমে ব্যাটিং করার ভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলাম এবং তাতেও আমরা সফল হয়েছি। পরিস্থিতি অনুযায়ী আমরা হাসান আলিকে নতুন বলে বোলিং করিয়েছি। দ্বিতীয়ার্ধে ফিল্ডিং করার সময় কিছুটা সমস্যা তৈরি হয়েছিল, এটি কোনও বড় সমস্যা নয়। কারন একটি বড় টুর্ণামেন্টে আপনি কখনোই অজুহাত দিতে পারেন না। আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি সেভাবেই চালিয়ে যাব এবং সেমিফাইনালেও আমরা আমাদের ১০০% দেব।”