T20 বিশ্বকাপ: ‘সে ভিভ রিচার্ডসের মতো ব্যাট হাতে ধ্বংসযজ্ঞ চালাতে পারে’, বললেন শেন ওয়ার্ন

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোন ব্যাটসম্যানের ব্যাট থেকে বড় রান না দেখা গেলেও বোলারেরা দাপট দেখিয়েছেন। তবে এদিন শ্রীলঙ্কা দলের বোলিং লাইনআপ বিধ্বস্ত হয়েছে জস বাটলাসের দুর্দান্ত সেঞ্চুরিতে, যাকে এই বিশ্বকাপে খুবই বিধ্বংসী দেখাচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের ভারসাম্য রয়েছে। প্রতিটি বিভাগে তারা নিজেদের সেরাটা দিয়ে গ্রুপ-১ এর শীর্ষে রয়েছে। অসাধারণ বোলিং এর পাশাপাশি ব্যাটসম্যানরাও প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম উড়িয়েছেন। এদিন শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন জস বাটলার।

Jos Buttler (@josbuttler) | Twitter

এই ম্যাচে একটি বিস্ফোরক ইনিংস খেলেন জস বাটলার। তিনি ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন। তার এই ইনিংসে সাজানো ছিল ৬টি চার ও ৬টি ছক্কা। এর আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে জস বাটলার একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন।

বাটলারের একের পর এক বিধ্বংসী ইনিংস খেলার জন্য কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের সাথে তুলনা করা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন তাকে ভিভ রিচার্ডসের মতোই বিধ্বংসী ব্যাটসম্যান বলে বড়োসড়ো সার্টিফিকেট দিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার শেন ওয়ার্ন টুইটে লিখেছেন, “আমি অস্ট্রেলিয়া যাচ্ছি। বিমানবন্দরে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইলাইট গুলো দেখলাম। অবাক! টি-টোয়েন্টি ক্রিকেটে কিভাবে ব্যাটিং করতে হয় তাও আবার দেখালেন বাটলার। আমি মনে করি সে এখন সাদা বলের সেরা ব্যাটসম্যান। ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান। সে ভিভ রিচার্ডসের মতো ব্যাট হাতে ধ্বংসযজ্ঞ চালাতে পারে।”

ENG vs SL | Twitter reacts as Jos Butler brings up his maiden T20I century  with a six off final delivery

এদিন শ্রীলঙ্কাকে ২৬ রানে পরাজিত করে চলতি টুর্নামেন্টের টানা চতুর্থ ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড দল। এই ম্যাচে ইংল্যান্ড দল প্রথমে ব্যাট করে ১৬৩ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা দল ভালোভাবে শুরু করলেও শেষ পর্যন্ত ১৩৭ রানে গুটিয়ে যায়। জস বাটলার খুবই বুদ্ধিমত্তার সাথে ব্যাটিং করেন এবং ইনিংসের শেষ বলে সেঞ্চুরি হাঁকান।