২০০-রও কম বলে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ৪ ব্যাটসম্যান, শেহবাগ তিনবার

টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানরা দীর্ঘক্ষন ক্রিজে টিকে বড় স্কোর করতে সহায়তা করেন। তবে কিছু ব্যাটসম্যান রয়েছেন যারা পরিস্থিতি অনুযায়ী দ্রুত গতিতে ব্যাটিং করে বড় বড় ইনিংস খেলেছেন। এই প্রতিবেদনে তেমনই চার ক্রিকেটারের কথা বলা হয়েছে, যারা টেস্টে ২০০-রও কম বল খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই বিরল রেকর্ড ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ এক দুবার নয়, তিনবার এই কৃতিত্ব অর্জন করেছেন।

১) নাথন অ্যাস্টল: ১৫৩ বলে

On this day in 2002, New Zealand's Nathan Astle blasted fastest-ever Test double ton- The New Indian Express

২০০২ সালে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত একটি টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড এর সামনে ৫৫০ রানের লক্ষ্যমাত্রা রাখে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৫ নম্বরে ব্যাট করতে নেমে ১৫৩ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান নাথন অ্যাস্টল। তার ২২২ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ২৮টি চার। যদিও নিউজিল্যান্ড ৯৮ রানে পরাজিত হয়। তবে দুই দশক ধরে এই রেকর্ডটি আজও অক্ষত রয়েছে।

২) বেন স্টোকস: ১৬৩ বল

Ben Stokes recalls epic Headingley innings from last summer's third Ashes test | Daily Mail Online

২০১৬ সালে কেপটাউনে অনুষ্ঠিত একটি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৬৩ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান। তার ২৫৮ রানের বিধ্বংসী ইনিংসে সাজানো ছিল ১১টি ছক্কা ও ৩০টি চার। ফলে ইংল্যান্ড ৬২৯ রান খাড়া করে। জবাবে দক্ষিণ আফ্রিকাও ৬২৭ রান করে। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়ে যায়।

৩) বীরেন্দ্র শেহবাগ: ১৬৮ বল

Sehwag Never Considered Off-spinners Bowlers: Ashwin

২০০৯ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বীরেন্দ্র শেহবাগ তার ইনিংসের প্রথম দিনই ২৮৪ রান তুলেছিলেন। এছাড়াও তার দ্রুততম ডাবল সেঞ্চুরিটি আসে মাত্র ১৬৩ বলে। দুর্ভাগ্যবশত তিনি ২৯৩ রানে আউট হয়ে ট্রিপল সেঞ্চুরি মিস করেন। তার এই ইনিংসে সাজানো ছিল ৭টি ছক্কা ও ৪০টি চার। ম্যাচটি ভারতীয় দল একটি ইনিংস সহ ২৪ রানে জয়ী হয়।

৪) বীরেন্দ্র শেহবাগ: ১৮২ বল

Data check: When Virender Sehwag's first triple-century got India entry into an elite club

২০০৬ সালে পাকিস্তান সফরে লাহোরে অনুষ্ঠিত একটি টেস্ট ম্যাচে বীরেন্দ্র শেহবাগ দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন। রাহুল দ্রাবিড়কে সঙ্গে নিয়ে ৪১০ রানের পার্টনারশিপ গড়েন। এই সময় তার ডাবল সেঞ্চুরিটি এসেছিল ১৮২ বলে। শেষ পর্যন্ত ২৫৪ রানে আউট হলে ম্যাচটি ড্র হয়ে যায়। শেহবাগের ইনিংসে সাজানো ছিল ১টি ছক্কা ও ৪৭টি চার।

৫) ব্রেন্ডন ম্যাককুলাম: ১৮৬ বল

Twitter celebrates Brendon McCullum's 'fastest in his last Test', mourns his upcoming retirement

২০১৪ সালে শারজায় অনুষ্ঠিত একটি টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম ১৮৬ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার ২০২ রানের ইনিংসে সাজানো ছিল ১১টি ছক্কা ও ২১টি চার। ফলে নিউজিল্যান্ড ৬৯০ রান তোলে এবং একটি ইনিংস সহ পাকিস্তানকে ৮০ রানে পরাজিত করে।

৬) বীরেন্দ্র শেহবাগ: ১৯৪ বল

Virender Sehwag was biggest match-winner in our generation as an opener: Sourav Ganguly on India's Fab 4 - Sports News

এই তালিকায় তৃতীয় বার রয়েছেন ভারতীয় বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৪ বলে ডাবল সেঞ্চুরি ও তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ৩১৯ রান করেন। এই ইনিংসে সাজানো ছিল ৫টি ছক্কা ও ৪২টি চার। ফলে ভারতীয় দল ৬১৭ রান তোলে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ৫৪০ ও ৩৩১ রান করে। এরফলে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়ে যায়।