এই একটি কারণের জন্য ১৬ বছর শাহরুখের সাথে কোন কথা বলেননি সানি দেওল

যে কারণে শাহরুখের সাথে ১৬ বছর কথা বন্ধ ছিল সানি দেওলের

বলিউডে নানা তর্ক বিতর্ক, ঝগড়া-বিবাদ লেগেই থাকে। এমনই এক দ্বন্দ্ব আড়ালে থাকলেও কম কানাঘুষা হয়নি। আর সেটি হচ্ছে সানি দেওল (Sunny Deol) ও শাহরুখ খানের (Shah Rukh Khan) ঠান্ডা লড়াই। এটি শুরু হয়েছিল ১৯৯৩ সালের মুক্তি প্রাপ্ত ‘ডর’ (Darr) ছবির মধ্য দিয়ে আর যা চলেছিল দীর্ঘ ১৬ বছর।

Image

‘ডর’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই তারকা। এই ছবির নায়কের ভূমিকায় ছিলেন সানি দেওল, অন্যদিকে ভিলেনের চরিত্রে শাহরুখ এবং নায়িকা ছিলেন জুহি চাওলা (Juhi Chawla)। এখানে শাহরুখের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।

এই ছবির চিত্রনাট্যে নায়ককে ছাপিয়ে গিয়েছিল খলনায়ক। এই ছবির পর শাহরুখের রাতারাতি সাফল্য মেনে নিতে পারেননি সানি। এর জন্য পরিচালক যশ চোপড়াকেই দায়ী করেন তিনি। রাগ এবং অভিমানের বশে টানা ১৬ বছর নাকি শাহরুখের সঙ্গে কথা বলা বন্ধ রেখেছিলেন সানি।

এই প্রসঙ্গে এক পুরনো সাক্ষাৎকারে সরব হয়েছিলেন সানি। তিনি জানান, ‘ছবির একটি দৃশ্যে সানিকে শাহরুখের ছুরি মারার যে সিন ছিল তা নিয়ে যশ চোপড়ার সঙ্গে রীতিমতো তর্কাতর্কি হয়েছিল আমার’। যদিও যশ চোপড়া অভিনেতার এই বিষয়ে বিশেষ পাত্তা দেননি।

Image

সানি আরও জানান, ‘আমি চেষ্টা করছিলাম এটা বোঝানোর যে আমি ছবিতে কম্যান্ডোর চরিত্রে অভিনয় করছি। যে ভীষণ ফিট এবং অভিজ্ঞ। এই ছেলেটা এত সহজে কীভাবে তাকে হারাতে পারে? আর সে এসে আমাকে মেরে চলে গেল তাহলে তো আমি কম্যান্ডোই নই’।

সানি একপ্রকার রাগে ও অভিমানে প্যান্ট টেনে ছিঁড়ে ফেলেছিলেন। সানি জানান, ‘ডর মুক্তির পর ১৬ বছর আমাদের কোনও কথা হয়নি যদিও সেটা ইচ্ছাকৃত ছিল না। এমনি আমি সামাজিকভাবে কারো সাথে মিশি না, আসল কথা আমাদের আর দেখা হয়নি, তাই কথা বলার পরিস্থিতি ছিল না’।