GK কুইজ : বর্তমানে ২৩টি, জানেন ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের কয়টি জেলা ছিল?

দেশ স্বাধীনের সময় পশ্চিমবঙ্গের কয়টি জেলা ছিল

General Knowledge Quiz: সরকারি চাকরির জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। আসলে লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলোই বেশি করা হয়। এতে নলেজও বৃদ্ধি পায়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো…

১) প্রশ্নঃ ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরাখণ্ডের দেরাদুনে।

২) প্রশ্নঃ ভারতের কোন জেলায় সর্বাধিক পরিমাণে ধান উৎপন্ন হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলায়।

৩) প্রশ্নঃ গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ লু।

৪) প্রশ্নঃ ভারতের টেক সিটি (Tech City) নামে কোন শহর পরিচিত?
উত্তরঃ বেঙ্গালুরু।

৫) প্রশ্নঃ ভারতের দ্বিতীয় জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গ (২০১১ সাল অনুযায়ী প্রতি বর্গ কিমিতে ১০২৯ জন বসবাস করেন)।

৬) প্রশ্নঃ ভারতের সংবিধানে কয়টি ভাষা স্বীকৃতি পেয়েছে?
উত্তরঃ ২২টি ভাষা।

৭) প্রশ্নঃ ‘মালনাদ’ কথাটির অর্থ কী?
উত্তরঃ পাহাড়ি দেশ।

৮) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি কোম্পানি কোনটি?
উত্তরঃ টিসিএস (Tata Consultancy Services)।

Image

৯) প্রশ্নঃ ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তরঃ লাক্ষাদ্বীপ।

১০) প্রশ্নঃ ন্যাশনাল হাইওয়ে-১ সড়ক পথটি বিস্তৃত কোথায়?
উত্তরঃ দিল্লি থেকে অমৃতসর।

১১) প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায়?
উত্তরঃ ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হয়েছে।

Image

১২) প্রশ্নঃ ‘সোনালী চতুর্ভুজ’ দ্বারা যুক্ত ভারতের কোন কোন শহর?
উত্তরঃ মুম্বাই, দিল্লি, চেন্নাই ও কলকাতা।

১৩) প্রশ্নঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কে কে পৃথক করেছে?
উত্তরঃ ১০ ডিগ্রি চ্যানেল।

১৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটির পূর্ব নাম ছিল ‘NEFA’?
উত্তরঃ অরুণাচল প্রদেশ (The North-East Frontier Agency)।

১৫) প্রশ্নঃ জানেন ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের কয়টি জেলা ছিল?
উত্তরঃ ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের মোট ১৪টি জেলা ছিল।