ভারত-পাক সম্মিলিত সেরা একাদশ বেছে নিলেন গাভাস্কার, তালিকায় নেই ধোনি-কোহলি

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের সম্মিলিত ভাবে তার একটি পছন্দের একাদশ গঠন করেছেন। তিনি এও জানিয়েছেন এই দুই দলের হয়ে প্রতিনিধিত্ব করা সেরা একাদশ নাও হতে পারে, তবে ভারত-পাক সম্মিলিত খেলোয়াড়দের নিয়ে একটি ম্যাচ হলে তিনি ভীষণ আনন্দিত হবেন।

Maharashtra housing minister unhappy with Sunil Gavaskar over non-usage of  Mumbai plot

এদিন রামিজ রাজার সাথে কথোপকথনের সময় সুনীল গাভাস্কারও এই দুই দেশের খেলোয়াড়দের নিয়ে তার পছন্দের একাদশ বেছে নেন। তবে আশ্চর্যের বিষয় হলো এই তালিকায় জায়গা হয়নি, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির।

Champions Trophy: The unique dynamics of the MS Dhoni-Virat Kohli  relationship

গাভাস্কারের দলে ওপেনার হিসেবে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ ও পাকিস্তানের দুর্দান্ত ব্যাটসম্যান হানিফ মোহাম্মদ। এই দুই ওপেনারই টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। এরপর তিন নম্বরে রয়েছেন জাহির আব্বাস, চার নম্বরে ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার ও পাঁচ নম্বরে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান গুন্ডাপ্পা বিশ্বনাথ।

Sachin Tendulkar Sacrificed Opening Slot in ODIs for Virender Sehwag': Ajay  Ratra

সুনীল গাভাস্কার ৮০-৯০ দশকের দুই বিশ্বসেরা অলরাউন্ডার কপিল দেব ও ইমরান খানকে তার একাদশে জায়গা দিয়েছেন একমাত্র উইকেটরক্ষক হিসেবে রয়েছেন সৈয়দ কিরমানী। এরপর বোলার হিসেবে বেছে নিয়েছেন ওয়াসিম আক্রম, আব্দুল কাদির ও ভারতীয় লেগস্পিনার বিএস চন্দ্রশেখর।

A Wasim Akram biopic is in the works - Film & TV - Images

ভারত-পাক সম্মিলিত সুনীল গাভাস্কারের একাদশ:

বীরেন্দ্র শেহবাগ, হানিফ মোহাম্মদ, জাহির আব্বাস, শচীন টেন্ডুলকার, গুন্ডাপ্পা বিশ্বনাথ, কপিল দেব, ইমরান খান, সৈয়দ কিরমানী (উইকেট-রক্ষক), ওয়াসিম আক্রম, আব্দুল কাদির এবং বিএস চন্দ্রশেখর।