স্টুয়ার্ট ব্রড একা নন, আরও যে দু’জন বোলার এক ওভারে ৬টি ছক্কা খেয়েছিলেন

যে ৩ জন বোলার এক ওভারে ৬টি ছক্কা খেয়ে লজ্জায় রেকর্ড গড়েন

ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। চলতি অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে ক্রিকেটপ্রেমীদের কাছে স্টুয়ার্ট ব্রড বিশেষভাবে পরিচিত হয়ে রয়েছেন। আসলে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন যুবরাজের কাছে একটি ওভারে ৬টি ছক্কা খেয়েছিলেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটের কথা বললে, শুধু স্টুয়ার্ট ব্রড একাই নন, আরো দু’জন বোলার এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন। আর আশ্চর্যের বিষয় হলো, ১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে কেবল ২০০৭ সালেই এই ঘটনা দুইবার ঘটেছে। এবার এক নজরে দেখে নিন সেই বোলারদের তালিকায় কারা রয়েছেন।

১) ড্যান ভ্যান বুঞ্জে (Daan van Bunge) : ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের সময় নেদারল্যান্ডের স্পিনার ড্যান ভ্যান বুঞ্জের একটি ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান হার্সেল গিবস (Herschelle Gibbs)। এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম ছয় বলে ছয়টি ছক্কা মারার রেকর্ড। আর ওয়ানডে ক্রিকেট তথা ওয়ানডে বিশ্বকাপে এই ঘটনা একবারই ঘটেছে।

২) স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) : ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংহের (Yuvraj Singh) কাছে ছয়টি ছক্কা খেয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। এই ওভার তার ক্যারিয়ারকে যেন এক নিমিষে শেষ করে দিয়েছিল। কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছেন। টেস্ট ক্রিকেটে ৬০০টির বেশি উইকেট নিয়েছেন তিনি। এই মাইলস্টোন স্পর্শ করা একজন কিংবদন্তি বোলারের পক্ষেই সম্ভব। ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার এবার তার বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

৩) আকিলা ধনঞ্জয়া (Akila Dhananjaya) : ২০২১ সালের একটি টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়া এই লজ্জার রেকর্ড করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের ধ্বংসাত্মক ব্যাটসম্যান কায়রন পোলার্ড (Kieron Pollard) তার ওভারে পরপর ছয়টি ছক্কা হাঁকিয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য, এর আগের ওভারেই আকিলা ধনঞ্জয়া হ্যাট্রিক নিয়েছিলেন। কিন্তু ভাবতেও পারেননি পরের ওভারে তার জন্য কি অপেক্ষা করছিল।