GK কুইজ : ভারতের কোন শহরের নাম সোজা অথবা উল্টো যেভাবে লিখবেন একই হবে?

সোজা উল্টো লিখলে একই হবে ভারতের কোন শহরের নাম?

General Knowledge Quiz: বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথমবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল?
উত্তরঃ রাজস্থান।

২) প্রশ্নঃ ভারতের গণপরিষদের প্রথম নির্বাচক রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ ড: রাজেন্দ্র প্রসাদ।

৩) প্রশ্নঃ ভারতের মহাকাশ গবেষণা ইসরো (ISRO) এর সদর দপ্তর কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটকের বেঙ্গালুরুতে।

৪) প্রশ্নঃ কোন মুসলিম শাসক ঘোড়া থেকে পড়ে মারা যান?
উত্তরঃ কুতুব উদ্দিন আইবক।

৫) প্রশ্নঃ ‘বাংলার দুঃখ’ বলা হয় কোন নদীকে?
উত্তরঃ দামোদর নদীকে।

৬) প্রশ্নঃ বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় রয়েছে?
উত্তরঃ মনিপুরে লোকটাক হ্রদ।

৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে মন্দিরের পবিত্র ভূমি বলা হয়?
উত্তরঃ তামিলনাড়ু।

৮) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ সিকিম।

৯) প্রশ্নঃ রাজা রামমোহন রায় কোন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ ব্রাহ্মসমাজ।

১০) প্রশ্নঃ আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের মধ্য দিয়ে যায়?
উত্তরঃ উত্তর মহাসাগর ও প্রশান্ত মহাসাগর।

১১) প্রশ্নঃ ভারতে ব্রিটিশ সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ লর্ড রবার্ট ক্লাইভ।

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য চন্দনের জন্য বিখ্যাত?
উত্তরঃ কর্ণাটক।

১৩) প্রশ্নঃ কোন পুরানে বিষ্ণুর দশটি অবতারের তথ্য পাওয়া যায়?
উত্তরঃ মৎস্য পুরাণ।

১৪) প্রশ্নঃ চরক সংহিতা নামক গ্রন্থটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
উত্তরঃ ঔষধ ও চিকিৎসা।

১৫) প্রশ্নঃ ভারতের কোন শহরের নাম সোজা অথবা উল্টো যেভাবে লিখবেন একই হবে?
উত্তরঃ ওড়িশার কটক শহর, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন।