BCCI ছাড়ার পর দ্বিগুণ হয়েছে সৌরভের সম্পত্তি, এখন তার মাসিক আয় জানলে অবাক হবেন!

Sourav Ganguly Monthly Income: সৌরভ গাঙ্গুলী ভারতের অন্যতম ধনী ক্রিকেটারদের মধ্যে একজন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ হারানোর পর গুঞ্জন ছড়িয়েছিল যে তিনি ক্রিকেট জগৎকে পুরোপুরি বিদায় জানিয়ে পরিবারের সাথে সময় কাটাবেন। কিন্তু তেমনটা হয়নি। বরং বিসিসিআইয়ের দায়িত্ব ছাড়ার পর তিনি আরো ব্যস্ত হয়ে পড়েছেন।

আজকাল বিভিন্ন বিজ্ঞাপন প্রচারে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন সৌরভ গাঙ্গুলী। যেমন- JSW সিমেন্ট, অজন্তা জুতা, মাই11 সার্কেল, টাটা টেটলি, অ্যাসিলার লেন্স, সেনকো গোল্ড, বিক্স ফার্ম মারি বিস্কুট, বন্ধন ব্যাংক এর মতো ইত্যাদি প্রায় এগারোটার সংস্থা ও প্রোডাক্ট এনডোর্সমেন্টের সাথে যুক্ত হয়েছেন। ফলে আগের তুলনায় তার আয় এখন অনেকটাই বেড়েছে। 

এদিকে টলিপাড়ায় এও গুঞ্জন চলে যে ‘দাদাগিরি’ সঞ্চালনের জন্য সাপ্তাহিক ব্যাপী এক কোটি টাকা করে নেন তিনি। যদিও এই খবরের সত্যতা জানা যায়নি। অন্যদিকে আইপিএলের ফ্রাঞ্চাইজি দল ‘দিল্লি ক্যাপিটালস’-এর ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে যোগ দিয়েছেন। যদিও সেখান থেকে কত টাকা আয় করেন সে নিয়ে তেমন কিছু জানা যায়নি।

কিন্তু কত টাকা ঠিক রোজগার করেন জানলে আপনিও অবাক হয়ে যাবেন! মিডিয়া সূত্র অনুযায়ী, বর্তমানে সৌরভ গাঙ্গুলীর বার্ষিক আয় প্রায় ৭০ কোটি টাকারও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় করে থাকেন জনপ্রিয় ব্র্যান্ড পুমা থেকে। এই বিখ্যাত কোম্পানির সাথে তার চুক্তি রয়েছে বার্ষিক ১ কোটি ৩৫ লক্ষ টাকা। এর আগে ৫ কোটি টাকার চুক্তিতে বিসিসিআই এর দায়িত্বে ছিলেন। 

তার আয় এবং মোট সম্পদের বেশিরভাগই এসেছে ক্রিকেট থেকে। এছাড়াও, তার ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি, এবং সারা বিশ্বে সবচেয়ে সম্মানিত খেলোয়াড়ও। এছাড়াও তিনি ধারাভাষ্যকার হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় ক্রিকেট ম্যাচ থেকে বিপুল অর্থ উপার্জন করেন। তিনি একাধিক ব্র্যান্ডকেও অনুমোদন করেন যার জন্য তিনি বিপুল পরিমাণ অর্থ নেন। বর্তমানে সৌরভের মোট সম্পত্তি রয়েছে ৭০০ কোটি টাকা এবং তার মাসিক আয় প্রায় ৮ কোটি টাকার কাছাকাছি।