অ্যাপেল স্টোরকে ভাড়া দিয়ে প্রতি মাসে কত টাকা আয় করবেন মুকেশ আম্বানি? জানলে অবাক হবেন

Apple Store in India: মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতে অ্যাপল তাদের প্রথম স্টোর খুলেছে। সাম্প্রতিক কালে অ্যাপলের সিইও টিম কুক স্বয়ং নিজে এসে সেই স্টোরের উদ্বোধন করছেন এবং সেখানে উপস্থিত ছিলেন বলিউডের সব নামজাদা তারকারা। অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত থেকে শুরু করে এ আর রহমানও। এরপর ভারতের বিলিয়নিয়ার মুকেশ আম্বানির সাথে দেখা করতে তার বাড়ি পৌঁছান টিম কুক।

বিজনেস মিটিং এরপর কুকের সাথে দেখা করেন আকাশ আম্বানি এবং ইশা আম্বানি। দীর্ঘ ২২ বছর প্রতীক্ষার পর ভারতে নিজেদের প্রথম স্টোর খুলল অ্যাপল। ভারতের প্রথম অ্যাপল স্টোরটি খোলা হয়েছে রিলায়েন্স জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলে। অনলাইনে অ্যাপলের নিজস্ব ওয়েবসাইট ওপেন হয়েছিল বছর খানেক আগেই। এবার অফলাইনে সরাসরি উপস্থিত হয়েছে অ্যাপল।

অ্যাপলের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের রিটেল স্টোরটির ভাড়া শুনলেও চমকে উঠবেন আপনি। বিলাসবহুল শপিং মলের মধ্যেই গড়ে ওঠেছে অ্যাপলের এই রিটেল স্টোর। একটি সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, বান্দ্রা কুরলা কমপ্লেক্সের স্টোরটির জন্য অ্যাপল মাসিক ৪২ লক্ষ টাকা ভাড়া দেবে বলে যানা গেছে। আরা ওই স্টোরে বিক্রির প্রত্যেক দ্রব্যের ২ শতাংশ দেবে বলে জানা গেছে।  

Image

এই রিলায়েন্স জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলে শুধু অ্যাপল নয়, বিশ্বের তাবড় তাবড় সংস্থা নিজেদের স্টোর ওপেন করেছে। এই মলের মাধ্যমে বিশ্বের বিখ্যাত সমস্ত ব্র্যান্ড গুলোকে ভারতীয়দের সামনে এনে দিয়েছেন মুকেশ আম্বানি। এছাড়া জানা গেছে, অ্যাপলের বান্দ্রা কুড়লা কমপ্লেক্সে মোট ১০০ জন কর্মী কাজ করছেন এবং এই কর্মীরা মোট ২০টি ভাষায় মানুষের সাথে কথা বলতে পারেন। যেমন- তামিল, তেলেগু, বাংলা ইত্যাদি।

Image

অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটের মতো এখানেও এক্সচেঞ্জ প্রোগ্রামের অপশন থাকবে। অর্থাৎ পুরোনো ডিভাইস দিয়ে নতুন ডিভাইস কিনতে পারবেন আপনি। তাছাড়া আপনি অনলাইনে প্রোডাক্ট কিনে স্টোর থেকে পিক আপও করতে পারবেন। এই সকল সুবিধাই আপাতত থাকছে এই স্টোরে।