কুইজ: বলুন তো এমন কোন জিনিস যা মেয়েরা না ধুয়ে ছেলেদের খাওয়ায়?

মেয়েরা না ধুয়ে ছেলেদের খাওয়ায় এমন কোন জিনিস?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষায় পাশ করার পর যারা ভাবছেন ইন্টারভিউ ক্লিয়ার করা সহজ, এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে ইন্টারভিউতে প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যা সিলেবাসের বাইরে আসে। তবে আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে সহজেই উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ মধ্যপ্রদেশের ‘পান্না’ যে খনিজের জন্য বিখ্যাত, সেটি আসলে কি?
উত্তরঃ হীরকের খনি।

২) প্রশ্নঃ হিমাচল প্রদেশ কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়?
উত্তরঃ ১৯৭১ সালে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়।

৩) প্রশ্নঃ ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা হিসেবে পরিচিত কে?
উত্তরঃ অরুণা আসাফ আলী ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২ সাল) নায়িকা হিসেবে পরিচিত।

৪) প্রশ্নঃ তরাই অঞ্চল তিস্তা নদীর কোন দিকে অবস্থিত?
উত্তরঃ তরাই অঞ্চল তিস্তা নদীর পশ্চিম দিকে অবস্থিত।

৫) প্রশ্নঃ হাইকোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকেন?
উত্তরঃ হাইকোর্টের বিচারপতিগণ ৬২ বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকেন।

৬) প্রশ্নঃ বজ্রপাতের সময় আগে আলো দেখা যায় কিন্তু পরে শব্দ শোনা যায় কেন?
উত্তরঃ কারণ, আলোর বেগ শব্দের চেয়ে অনেক বেশি।

Image

৭) প্রশ্নঃ ভুটিয়া উপজাতি মূলত কোন রাজ্যে বসবাস করে?
উত্তরঃ ভুটিয়া উপজাতি মূলত সিকিম রাজ্যে বসবাস করে।

৮) প্রশ্নঃ পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত?
উত্তরঃ ইটালিতে পিসার হেলানো মিনার অবস্থিত।

৯) প্রশ্নঃ ফারাক্কা জলাধার নির্মাণ ও পরিকল্পনার মুখ ও উদ্দেশ্য কি ছিল?
উত্তরঃ হুগলি নদীতে জলপ্রবাহ বৃদ্ধি এবং কলকাতা বন্দরকে রক্ষা করা।

১০) প্রশ্নঃ বলুন তো এমন কোন জিনিস যা মেয়েরা না ধুয়ে ছেলেদের খাওয়ায়?
উত্তরঃ আসলে এখানে ছেলেদের ধোঁকা দেওয়ার কথা বলা হয়েছে। (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।