GK : কোন দেশে দুটি বিয়ে না করলে ছেলেদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?

বিশ্বের কোন দেশে দুটি বিয়ে করা বাধ্যতামূলক?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যার নির্দিষ্ট কোন সীমা নেই। আপনি এর মাধ্যমে দেশ-বিদেশের নানান তথ্য সংগ্রহ করতে পারেন। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি করা হয়। তাই এই প্রতিবেদনেও এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ বাংলার নানাসাহেব বলা হতো কাকে?
উত্তরঃ রামরতন মল্লিককে (Ram Ratan Mallick) বাংলার নানাসাহেব বলা হতো।

২) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
উত্তরঃ বিহার সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য।

৩) প্রশ্নঃ গন্ডয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত?
উত্তরঃ গন্ডয়ানা স্তর কয়লার জন্য বিখ্যাত।

৪) প্রশ্নঃ নাগপুরের সঙ্গে কোন শিল্প সম্পর্কিত?
উত্তরঃ নাগপুরের সঙ্গে বস্ত্রশিল্প সম্পর্কিত।

৫) প্রশ্নঃ মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তরঃ বৃহদ্রথ (Brihadratha) ছিলেন মৌর্য বংশের শেষ রাজা।

৬) প্রশ্নঃ ভারতের কোন হ্রদের জল সবচেয়ে বেশি লবণাক্ত?
উত্তরঃ সম্বর হ্রদের (Sambar lake) জল সবচেয়ে বেশি লবণাক্ত।

৭) প্রশ্নঃ সিঞ্চল জাতীয় অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তরঃ সিঞ্চল জাতীয় অভয়ারণ্য (Sinchal National Sanctuary) দার্জিলিঙে অবস্থিত।

Image

৮) প্রশ্নঃ কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন?
উত্তরঃ বিম্বিসার (Bimbisara) ছিলেন বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক।

৯) প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত?
উত্তরঃ দক্ষিণ আমেরিকার তৃণভূমি পম্পাস (Pompas) তৃণভূমি নামে পরিচিত।

Image

১০) প্রশ্নঃ কোন দেশে দুটি বিয়ে না করলে ছেলেদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?
উত্তরঃ আফ্রিকার ইরিত্রিয়া (Eritrea) দেশে পুরুষদের দুটি বিবাহ বাধ্যতামূলক। এমনকি দুই স্ত্রী না রাখলে আইনত দণ্ডনীয় অপরাধ এবং সেই পুরুষকে জেলে যেতে হয়।