আইপিএলের ৬ ব্যাটসম্যান যারা পাঁচ হাজারেরও বেশি রান করেছেন, তালিকায় দুই বিদেশি

২০০৮ সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) বর্তমানে সফল ও জনপ্রিয় টি-টোয়েন্টি লীগে পরিণত হয়েছে। প্রতিটি তরুণ খেলোয়াড় এই টুর্নামেন্টে সুযোগ পাওয়ার মুখিয়ে থাকেন। গত কয়েক বছরে ভারতীয় দল আইপিএল টুর্নামেন্ট থেকে রবীন্দ্র জাদেজা, বুমরাহ ও আশ্বিনের মতো অনেক খেলোয়াড় পেয়েছে। শুধু দেশেই নয়, অনেক বিদেশি খেলোয়াড়ও ভালো পারফর্ম করে তাদের জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে এই প্রতিবেদনে ৬ জন ব্যাটসম্যানের সম্পর্কে বলা হয়েছে, যারা পাঁচ হাজারেরও বেশি রান করেছেন। এবার দেখে নেওয়া যাক:

৬) এবি ডি ভিলিয়ার্স: সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিখ্যাত তারকা এবি ডি ভিলিয়ার্স। টানা এক দশক ধরে কোহলির সাথে জুটি বেঁধে বহু স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। পরিসংখ্যান বলছে, ডিভিলিয়ার্স ১৭০ ইনিংসে ১৫১.৬৯ দুরন্ত স্ট্রাইক রেট নিয়ে ৫১৬২ রান করেছেন। যার মধ্যে ৩টি সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে ছক্কা হাঁকানোর (২৫১) তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।

Watch: AB de Villiers says RCB failed to execute their skills properly in defeat to DC

৫) ডেভিড ওয়ার্নার: আইপিএলে সর্বোচ্চ তিনবার অরেঞ্জ কাপ জয়ী ডেভিড ওয়ার্নার তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন। এছাড়া তার নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০১৬ সালে শিরোপা জেতে। ওয়ার্নারের ব্যাটিং পারফরম্যান্সের কথা বললে, ১৫০ ইনিংসে ৪১.৬০ ব্যাটিং গড়ে ৫৪৪৯ রান করেছেন। যার মধ্যে ৪টি সেঞ্চুরি ও ৫০টি হাফ সেঞ্চুরি রয়েছে।

You need to think on your feet when you face world-class bowlers, says Warner after

৪) সুরেশ রায়না: ‘মিস্টার আইপিএল’সুরেশ রায়না প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেছিলেন। চেন্নাই সুপার কিংসের এই বিখ্যাত মিডল অর্ডার ব্যাটসম্যান একা হতে বহু ম্যাচ জিতিয়েছেন। তবে আসন্ন আইপিএলের জন্য সিএসকে-র রিটেনশনের তালিকায় বাদ পড়েছেন। পরিসংখ্যান বলছে, সুরেশ রায়না ২০০ ইনিংসে ৩২.৫২ গড়ে ৫৫২৮ রান করেছেন। যার মধ্যে ১টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি রয়েছে।

IPL: Suresh Raina to miss next two games due to a calf muscle injury

৩) রোহিত শর্মা: আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবারের চ্যাম্পিয়ন করেছেন। নীতা আম্বানির দল ২০২২ আইপিলের জন্য সর্বোচ্চ ১৬ কোটি টাকায় ধরে রেখেছে তাকে। পরিসংখ্যানের কথা বললে, রোহিত শর্মা ২০৮ ইনিংসে ৩১.১৭ গড়ে ৫৬১১ রান করেছেন। যার মধ্যে ১টি সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরি রয়েছে।

Watch: Rohit Sharma's half century in IPL 2020 final against Delhi Capitals – a knock of sheer

২) শিখর ধাওয়ান: দিল্লি ক্যাপিটালের দুর্ধর্ষ বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান এই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তিনি আইপিএলে প্রথম খেলোয়াড় যিনি ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি ৬০০-র বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন। পরিসংখ্যান বলছে, ধাওয়ান ১৯১ ইনিংসে ৩৪.৮৪ গড়ে ৫৭৮৪ রান করেছেন। যার মধ্যে ২টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।

Watch: Delhi Capitals' Shikhar Dhawan slams first IPL century

১) বিরাট কোহলি: আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট কোহলি একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের গণ্ডি পার করেছেন। এছাড়া ২০১৬ আইপিএলে ৪টি সেঞ্চুরি ও একই মরসুমে সর্বোচ্চ ৯৭৩ রান করেছিলেন। তবে দুর্ভাগ্যবশত একবারও আইপিএল জয়ের সৌভাগ্য হয়নি তার। পরিসংখ্যান বলছে, বিরাট কোহলি ১৯৯ ইনিংসে ৩৭.৪০ গড়ে ৬২৮৩ রান করেছেন। যার মধ্যে ৫টি সেঞ্চুরি ও ৪২টি হাফ সেঞ্চুরি রয়েছে।

The ton machine': Twitter hails Virat Kohli's fifth IPL century