৬ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন

ভারতবর্ষের মধ্যে সুবিশাল দেশের প্রতিটি ক্রিকেটারের জাতীয় দলে সুযোগ পাওয়া সম্ভব নয়, তাই কেউ কেউ বিদেশে পাড়ি দেন এবং সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করে ক্রিকেট খেলা শুরু করেন। এই প্রতিবেদনে তেমনি ৬ জন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের সম্পর্কে বলা হয়েছে যারা নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন: 

□ দীপক প্যাটেল: ভারতীয় বংশোদ্ভূত অফস্পিনার দীপক প্যাটেল মাত্র ১০ বছর বয়সে ইংল্যান্ডে চলে যান এবং সেখানে দীর্ঘ সময় ধরে কাউন্টি ক্রিকেট খেলেন কিন্তু ইংল্যান্ড দলে নির্বাচিত না হওয়ায় তাই নিউজিল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ব্ল্যাক ক্যাপসদের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে তিনি ১৯৯২ বিশ্বকাপে শুরুতেই স্পিন বোলিং করার জন্য পরিচিত হয়ে ওঠেন। 

Dipak Patel To Rachin Ravindra: Strong Indian Connection To New Zealand  Cricket

□ জিতেন প্যাটেল: ভারতীয় বংশোদ্ভূত আরেক অফস্পিনার জিতেন প্যাটেল নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেন, তবে তার বাবা-মা এখনও ভারতে রয়েছেন। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। তিনি নিউজিল্যান্ডের হয়ে ২৪ টেস্ট, ৪৪ ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং ২০১৯ সালে তিনি ইংল্যান্ডের স্পিন বোলিং পরামর্শদাতা হিসেবে যুক্ত হন।

Jeetan Patel: A Reassuring Presence At Warwickshire | Wisden

□ ইশ সোধি: ভারতের লুধিয়ানায় জন্মগ্রহণকারী কিউই লেগ স্পিনার ইশ সোধি অল্প বয়সে নিউজিল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাত্র ১৯ বছর বয়সে তাঁর প্রথম টেস্ট খেলেছিলেন কিন্তু ভালো পারফর্ম করতে না পারায় টেস্ট দলে আর তেমন জায়গা পাননি। এরপর সাদা বলের ক্রিকেটে সফল লেগ স্পিনার হয়ে ওঠেন। টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত তিনি ৮৩টি উইকেট নিয়েছেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

T20 World Cup 2021: Aakash Chopra picks Ish Sodhi as his Player of the Match

□ জিৎ রাভাল: নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটে প্রতিনিধিত্বকারী জিৎ রাভাল ভারতের গুজরাটের জন্মগ্রহণ করেন। এই বাঁহাতি ওপেনার তার ক্যারিয়ারের শুরুর দিকে পার্থিব প্যাটেলের সাথে খেলেছেন। তবে ১৬ বছর বয়সে তিনি নিউজিল্যান্ডে চলে আসেন এবং সেখানেই নাগরিত্ব গ্রহণ করেন। তার দুরন্ত ঘরোয়া পারফরম্যান্সের জেরে জাতীয় দলে ডাক পান। তিনি নিউজিল্যান্ডের হয়ে ২৪ টেস্টে ৩০.০৮ গড়ে ২৬৭০ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ১৩২ রান। বর্তমানে তার টেস্ট দলে জায়গা পাওয়াটা কঠিন হলেও তিনি অপেক্ষায় রয়েছেন।

Former Black Cap Dipak Patel: Diversity a plus for New Zealand Cricket |  Stuff.co.nz

□ আজাজ প্যাটেল: মুম্বাই জন্মগ্রহণকারী আজাজ প্যাটেল বর্তমানে নিউজিল্যান্ডের বাঁহাতি লেগ স্পিনার। ২০২১ সালে ভারত সফরে এসে তিনি দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রতিনিধিত্ব করছেন। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। তার কোচ ও দীপক প্যাটেলের মতোই তিনিও শুরুতে বোলিং করেছিলেন। ১৯৯৬ সালে আজাজ তার পরিবারের সাথে দেশান্তরিত হওয়ার পর নিউজিল্যান্ডের হয়ে খেলা পঞ্চম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হন।

ICC World Test Championship Final: Ajaz Patel Getting Goosebumps Thinking  About The Prospect of Playing Against The Country Of His Birth India

□ রচিন রবীন্দ্র: এই তালিকায় যুক্ত হয়েছেন আরও এক তরুণ খেলোয়াড় রচিন রবীন্দ্র। ওয়েলিংটনে জন্মগ্রহণ করলেও এখন তার বাবা-মা থাকেন ভারতে। ২০২১ সালে ভারত সফরে এসে টেস্ট দলে অভিষেক করেন এই বাঁহাতি স্পিনার। উল্লেখ্য, কানপুর টেস্টে নবম উইকেটে ৯০টির বেশি বল খেলে তিনি নিউজিল্যান্ডকে হারের মুখ থেকে রক্ষা করেন। উল্লেখ্য ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার মতোই তিনিও বাঁহাতি স্পিনার ও ব্যাটসম্যান। এমনকি উভয়ের জার্সি সংখ্যাও ৮। 

Got the name from Sachin-Dravid, played two World Cups, got out on zero in  3 matches again, now debut in front of India. NZ all rounder Rachin Ravindra  test debut with Kanpur