GK : বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রটি ভারতেই রয়েছে, কোথায় জানেন? 

ভারতেই রয়েছে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র, কোথায় জানেন?

General Knowledge Quiz : মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিন, কুইজ ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। আসলে যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। শুধু তাই নয় সাধারণ জ্ঞান মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ জানেন বিশ্বের প্রাচীনতম ভাষা কোনটি?
উত্তরঃ সংস্কৃত ভাষা বিশ্বের প্রাচীনতম ভাষা।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি রাজাদের দেশ নামে পরিচিত?
উত্তরঃ আসলে রাজস্থান রাজ্য রাজাদের দেশ নামে পরিচিত।

৩) প্রশ্নঃ কোন ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ আসলে মাইক্রোস্কোপের (Microscope) সাহায্যে যেকোন ছোট বস্তুকে বড় করে দেখায়।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে একটি নদী বা কোন মন্দিরও নেই? 
উত্তরঃ সৌদি আরবে একটি ও নদী ও মন্দির নেই।

৫) প্রশ্নঃ প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান কোথায় রয়েছে?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান রয়েছে দুবাই শহরে যার নাম হোল মিরাকেল গার্ডেন (Whole Miracle Garden)।

Image

৬) প্রশ্নঃ কোথাকার মেয়েরা বিয়ের পরেও স্বামী বদলায়?
উত্তরঃ পাকিস্তান দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত কালাশ জনগোষ্ঠীর মেয়েরা বিয়ের পরেও নিজের ইচ্ছে মতো স্বামী বদলাতে পারে।

৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে একটিও ট্রাফিক সিগন্যাল নেই?
উত্তরঃ ভুটান দেশে গেলে আপনি একটিও ট্রাফিক সিগন্যাল পাবেন না।

৮) প্রশ্নঃ কোন প্রাণীর জীভ কালো রঙের হয়ে থাকে? 
উত্তরঃ জিরাফের জিভের রঙ কালো হয়ে থাকে।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি (GST) পরিষেবা চালু হয়েছিল?
উত্তরঃ আসাম রাজ্যে প্রথম জিএসটি পরিষেবা চালু হয়েছিল।

১০) প্রশ্নঃ বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রটি (Battlefield) ভারতেই রয়েছে, কোথায় জানেন? 
উত্তরঃ উত্তর কাশ্মীরের সিয়াচেন হিমবাহ (Siachen Glacier) ভারত তথা পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। এটি ২১০০০ ফুট পর্যন্ত উঁচু। এটি ৭৫ কিলোমিটার পর্যন্ত প্রসারিত।