GK : কোন পাখি উড়তে পারেনা কিন্তু মানুষের চেয়েও দ্রুত বেগে দৌড়াতে পারে?

কোন পাখি ওড়েনা কিন্তু মানুষ তার সাথে দৌড়াতে পারে না?

General Knowledge Quiz : আজকাল সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন গুলি কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। এসএসসি ব্যাংকিং ও রেলওয়ে যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্নগুলি করা হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথম GST (Goods and Services Tax) চালু হয়?
উত্তরঃ আসাম ভারতের প্রথম রাজ্য যেখানে জিএসটি চালু হয়েছিল।

২) প্রশ্নঃ ভারত ও পাকিস্তান ছাড়া আর কোন দেশের জাতীয় ফল আম?
উত্তরঃ ফিলিপাইনসেরও জাতীয় ফল আম। এটি এশিয়ার মধ্যে একমাত্র খ্রিস্টান রাষ্ট্র।

৩) প্রশ্নঃ কোন ফলকে রান্না করলে এক বছর খারাপ হয় না?
উত্তরঃ যে কোন ফলের আচার।

৪) প্রশ্নঃ কোন জিনিস ধরা যায় কিন্তু ছোঁয়া যায়না?
উত্তরঃ আসলে, ভুল ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না।

৫) প্রশ্নঃ দেশের মধ্যে সবচেয়ে বেশি অরণ্য আচ্ছাদিত রাজ্য কোনটি?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

৬) প্রশ্নঃ মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন?
উত্তরঃ দৌলতাবাদ, যার বর্তমান নাম দেবগিরি।

৭) প্রশ্নঃ প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC’ এর পুরো কথাটি কী?
উত্তরঃ ‘PVC’ এর পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড।

৮) প্রশ্নঃ সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে কোনটি শোষণ করে?
উত্তরঃ ওজোন স্তর।

৯) প্রশ্নঃ এয়ার ইন্ডিয়ার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ নতুন দিল্লিতে।

Image

১০) প্রশ্নঃ কোন পাখি উড়তে পারেনা কিন্তু মানুষের চেয়েও দ্রুত বেগে দৌড়াতে পারে?
উত্তরঃ উটপাখি (Ostrich) উড়তে না পারলেও ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে।