টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ম্যান অব দ্যা সিরিজ’ হয়েছেন যে ৫ ক্রিকেটার, বিরাট কোহলি দু’বার

আইসিসি আয়োজিত যে কোন টুর্নামেন্ট সবচেয়ে বড় মঞ্চ হয়ে থাকে। এখানে প্রতিটা ক্রিকেটার তার দলকে জয়ের শিরোপা উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। জানিয়ে রাখি এখনও পর্যন্ত মোট ৬ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এবারে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটা দল একে অপরকে টেক্কা দিতে মুখিয়ে রয়েছে।

আজকের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ৫ জন ক্রিকেট তারকা ‘ম্যান অব দ্যা সিরিজ’ হয়েছেন; এবার তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক:-

২০০৭ টি২০ বিশ্বকাপ: শাহিদ আফ্রিদি

Top 10 Shahid Afridi Records Don't Miss

আইসিসি আয়োজিত সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। ভারত-পাকিস্তানের ফাইনালে রোমাঞ্চকর ম্যাচটি কেউ কি ভুলতে পারে। শাহিদ আফ্রিদির দুর্দান্ত বোলিং ও ব্যাটিং পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ১২টি উইকেট সহ ৯১ রান করেছিলেন।

২০০৯ টি২০ বিশ্বকাপ: তিলকরত্নে দিলশান

Dilshan's ascent

দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। তবে শ্রীলংকার দুর্দান্ত ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান জীবনের সেরা ফর্মে ছিলেন। ওই টুর্ণামেন্টে ৩১৭ রান করায় তিনি ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।

২০১০ টি২০ বিশ্বকাপ: কেভিন পিটারসেন

World T20 Watchalong: Paul Collingwood, Kevin Pietersen on England's 2010 title triumph | Cricket News | Sky Sports

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে পরাজিত করে। এই টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা কেভিন পিটারসেন ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন। তিনি ৬ ম্যাচে ৬২.০০ ব্যাটিং গড় নিয়ে ২৪৮ রান করেছিলেন।

২০১২ টি২০ বিশ্বকাপ: শেন ওয়াটসন

A familiar sight as Shane Watson collects a Man of the Match award | Photo | ICC World Twenty20 2012 | ESPNcricinfo.com

২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা দল মুখোমুখি হয়। তবে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন ৬ ম্যাচে ২৪৯ রানের পাশাপাশি বল হাতে ১১টি উইকেট নিয়েছিলেন। তিনি দুরন্ত পারফরম্যান্সের দৌলতে ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষিত হন।

২০১৪ টি২০ বিশ্বকাপ: বিরাট কোহলি

Reaching final was most pleasing: Virat Kohli

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় দল শ্রীলঙ্কা দলের কাছে ফাইনালে পরাজিত হয়। তবে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি অসাধারণ পারফরম্যান্স করেন। তিনি ৬ ম্যাচে ৪টি হাফ সেঞ্চুরিসহ ৩১৯ রান করেছিলেন। তার সর্বোচ্চ স্কোর ৭৭ রান।

২০১৬ টি২০ বিশ্বকাপ: বিরাট কোহলি

T20 Word Cup 2016: India v Pakistan video highlights; Eden Gardens' raging turner, Virat Kohli's hot streak and Mohammad Sami's double strike

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি টানা দুবার ম্যান অব দ্যা সিরিজ ম্যাচ নির্বাচিত হন। যদিও এই টুর্নামেন্টে ভারতীয় দলকে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। কোহলি ৫ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ ২৭৩ রান করেছিলেন। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৯ রান। এছাড়া বল হাতে উইকেটও পেয়েছিলেন।