এই বিখ্যাত বিদেশি সংস্থায় চাকরি করছেন সানা, তার বেতন সৌরভ গাঙ্গুলীর চেয়েও বেশি

Sana Ganguly Jobs: বাঙালির কাছে ক্রিকেটের প্রসঙ্গ উঠলেই সর্বপ্রথম ‘দাদার’ নাম মনে আসে, যিনি একাহাতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে শীর্ষস্থানে নিয়ে গিয়েছিলেন। তাই প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) কোন না কোন সময়ে শিরোনামে থাকেন। এখন তিনি আর ব্যাটে বলে নয়, বরং তার ব্যক্তিগত জীবন নিয়েই লাইমলাইটে থাকেন। 

সম্প্রতি জানা গেছে, সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে (Oxford) পড়াশোনা করছেন, যেখানে খরচ এত বেশি যে মধ্যবিত্তদের কাছে স্বপ্নের মত। কলকাতার লরেটো হাউস স্কুল থেকে প্রাথমিক পর্যায়ের শিক্ষা অর্জন করার পর সানা এখন ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা চালাচ্ছেন। 

Image

তবে তিনি পড়াশোনার পাশাপাশি Enacuts UCL-এ কাজ করছেন। Enacuts UCL হল এমন একটি সংস্থা যারা নতুনদের বড় বড় কর্পোরেট সংস্থার সঙ্গে কাজের সুযোগ করে দেয়। তাই সৌরভ কন্যা এখন ‘এইচএসবিসি’, ‘কেপিএমজি’, ‘গোল্ডম্যান স্যাক্স’, ‘বার্কলেস’ ছাড়াও অন্যান্য বিভিন্ন সংস্থার সাথে কাজ করার সুযোগ পান।

Image

সানা গাঙ্গুলী লিঙ্কড ইন অ্যাকাউন্ট অনুযায়ী বর্তমান সময়ে তিনি ‘PwC’-তে ইন্টার্ন হিসেবে কাজ করছেন. এই PwC হলো বিশ্বের বৃহত্তম আর্থিক পরামর্শ সংস্থাগুলির মধ্যে একটি। এই কোম্পানির ব্যবসা ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৫২টি দেশে। এই কোম্পানিতে কাজ করেন ৩ লাখেরও বেশি মানুষ।

Image

আশ্চর্যের বিষয় হলো, এই সংস্থায় কাজ করা কর্মীদের বেতন অনেক বেশি। পড়াশোনা শেষ হওয়ার আগেই লাখ লাখ টাকা রোজগার করার সুযোগ পাচ্ছেন সানা। মিডিয়ার সূত্রে জানা গেছে, এই সংস্থা ইন্টার্নশিপ করলেই বছরে ৩০ লক্ষ টাকার বেতন দেওয়া হয়। এত কম বয়সেই ৩০ লক্ষ টাকা বছরে আয় করেন সৌরভ কন্যা সানা। তাই টাকার অঙ্কের দিক দিয়ে তার বাবাকেও পিছনে ফেলেছেন মেয়ে।