GK : কোন নদীটি ভারত ও পাকিস্তানকে বিভক্ত করেছে?

কোন নদীটি ভারত ও পাকিস্তানের সীমান্ত তৈরি করেছে?

General Knowledge Quiz : আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত। লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। এমনকি একজন প্রার্থীর মানদন্ড বিচার হয় তার নলেজ দেখে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, দেখে নিন।

১) প্রশ্নঃ ভারত ও আফগানিস্তানের সীমান্তের নাম কী?
উত্তরঃ ডুরান্ড লাইন (Durand Line)।

২) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের মধ্যে কোন হ্রদ অবস্থিত?
উত্তরঃ ভারত ও পাকিস্তানের মধ্যে শাকুর হ্রদ (Shakur Lake) অবস্থিত, যা ভারতের গুজরাট রাজ্যে ও পাকিস্তানের দক্ষিণ প্রান্তে সিন্ধু প্রদেশের সীমান্তে রয়েছে।

৩) প্রশ্নঃ ভারতের সাথে সর্বোচ্চ সীমান্ত রয়েছে কোন দেশের?
উত্তরঃ ভারতের সাথে বাংলাদেশের (Bangladesh) সর্বোচ্চ সীমান্ত রয়েছে (৪০৯৬.৭ কিমি)। আর ভারতের সবচেয়ে ছোট সীমান্ত আফগানিস্তানের সাথে রয়েছে।

৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে শক্তিশালী রাজ্য কোনটি?
উত্তরঃ মহারাষ্ট্রকে (Maharashtra) ভারতের সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসেবে বিবেচনা করা হয়।

৫) প্রশ্নঃ ভারতের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?
উত্তরঃ ২০২২ সালের হিসাবে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) দাবি করেছে যে কলকাতা (Kolkata) ভারতের সবচেয়ে নিরাপদ শহর।

Image

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে মেয়েদের সংখ্যা সবচাইতে বেশি?
উত্তরঃ কেরালায় (Kerala) ১০০০ জন পুরুষের মধ্যে ১০৮৪ জন মহিলা রয়েছে।

৭) প্রশ্নঃ ভারতে সবচেয়ে সাধারণ অপরাধ কোনটি?
উত্তরঃ ভারতে সবচেয়ে সাধারণ অপরাধ হলো চুরি, তারপরে ডাকাতি এবং হামলা।

৮) প্রশ্নঃ কোন রাস্তাটি ভারত ও পাকিস্তানকে সংযুক্ত করেছে?
উত্তরঃ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (Grand Trunk Road), এটি ভারতের জাতীয় মহাসড়ক।

৯) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোনটি?
উত্তরঃ ভারত তথা বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হলো চেনাব সেতু (Chenab Bridge), যা চেনাব নদীর উপরে ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থিত।

Image

১০) প্রশ্নঃ কোন নদীটি ভারত ও পাকিস্তানকে বিভক্ত করেছে?
উত্তরঃ রাভী নদী (River Ravi) ভারত ও পাকিস্তানের সীমান্ত তৈরি করেছে। এটি সিন্ধুর পাঁচটি উপনদীর মধ্যে একটি। রাভী নদীর জল আরব সাগরে মিশেছে।