কুইজ : ফাঁসি দেওয়ার আগে জল্লাদ অপরাধীর কানে কানে কী বলে?

জল্লাদ অপরাধীকে ফাঁসি দেওয়ার আগে কী বলে জানেন?

General Knowledge Quiz: আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা চাকরি পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জেনে রাখা খুবই প্রয়োজন। এর মাধ্যমে আপনি দেশ-বিদেশের অনেক তথ্য জানতে পারেন। যার দরুন আপনার নলেজ বৃদ্ধি পায়। এছাড়া মানুষের পড়তেও ভালোবাসে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে?
উত্তরঃ টেক্সটাইল বা বস্ত্র শিল্পে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে।

২) প্রশ্নঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে কী বলা হয়?
উত্তরঃ RBI এর প্রধানকে গভর্নর বলে।

৩) প্রশ্নঃ ভারত সরকার কবে জম্মু ও কাশ্মীর রাজ্যে ৩৭০ ধারা বাতিল করে?
উত্তরঃ ৫ই আগস্ট ২০১৯ সাল।

৪) প্রশ্নঃ বায়ুমন্ডলে অবস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
উত্তরঃ আর্গন।

৫) প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল (Sardar Vallabhbhai Patel)।

৬) প্রশ্নঃ কোন ভিটামিন সাধারণতভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়?
উত্তরঃ ভিটামিন সি।

৭) প্রশ্নঃ ভারতের নাগরিক নন, এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন?
উত্তরঃ খান আব্দুল গফ্ফার খান (Khan Abdul Ghaffar Khan)।

৮) প্রশ্নঃ ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি?
উত্তরঃ আর্যভট্ট (Aryabhata)।

৯) প্রশ্নঃ আকাশ ও সমুদ্র কতটা নীল সেটা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তরঃ সাইনোমিটারের (Cyanometer) মাধ্যমে আকাশ ও সমুদ্র কতটা নীল সেটা মাপা যায়।

Image

১০) প্রশ্নঃ ফাঁসি দেওয়ার আগে জল্লাদ অপরাধীর কানে কানে কী বলে?
উত্তরঃ ফাঁসি দেওয়ার আগে জল্লাদ অপরাধীর কানে গিয়ে বলে, ‘আমাকে ক্ষমা করে দিন।’ সে হিন্দু হলে, ‘রাম রাম’ বা মুসলিম হলে ‘সালাম’। ‘আমরা কি করতে পারি, আমরা হুকুমের দাস।’ এই বলে জল্লাদ অপরাধীর দড়ির ফাঁস টেনে দেয়।