Bengali Fact : কোন বাঙালি সর্বপ্রথম বিদেশ যাত্রা করেছিলেন?

সর্বপ্রথম বিলের যাত্রা করেছিলেন কোন বাঙালি?

General Knowledge Quiz : সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের চাকরির ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ এটি এমন একটি বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নেই। যারা মেধাবী ছাত্রছাত্রী তারা নিয়মিত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে এবং তারাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাজিমাত করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ স্বাধীনতা সময় ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল?
উত্তরঃ স্বাধীনতার সময় প্রায় ৫৬৫টি দেশীয় রাজ্য ছিল যা বিভিন্ন রাজা দ্বারা শাসিত হত এবং আনুষ্ঠানিকভাবে সেগুলিতে ব্রিটিশদের অংশ ছিল না।

২) প্রশ্নঃ রাজা রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন?
উত্তরঃ মুঘল শাসক দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন।

৩) প্রশ্নঃ তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত?
উত্তরঃ তিনবিঘা করিডোর (Tin Bigha Corridor) হল বাংলাদেশ ও ভারত সীমান্তে একটি স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গার মধ্যে অবস্থিত।

৪) প্রশ্নঃ ভারতের কোন আইনকে ‘কালো আইন’ বলা হয়?
উত্তরঃ রাওলাট আইনকে (The Rowlatt Act) ‘কালো আইন’ বলা হয়, যা পাস হয়েছিল ১৯১৯ সালে।

৫) প্রশ্নঃ রূপসী বাংলা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ (Jibanananda Das)।

৬) প্রশ্নঃ সোভিয়েত ইউনিয়ন (Soviet Union) কত সালে ভেঙে যায়?
উত্তরঃ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে নতুন ১৫টি রাষ্ট্র গঠিত হয় (রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, এস্তোনিয়া, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইউক্রেন এবং উজবেকিস্তান)।

৭) প্রশ্নঃ সৌদি আরবের মুদ্রা নাম কী?
উত্তরঃ রিয়াল (Real)।

৮) প্রশ্নঃ ভারতের কোন নদীকে কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে?
উত্তরঃ মাহি নদী (Mahi River)।

৯) প্রশ্নঃ বাংলার মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়?
উত্তরঃ চার্লস উইকিন্সকে (Charles Wikins) বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়। তিনি হুগলির চুঁচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি প্রথম বাংলা হরফ প্রস্তুত করেন।

১০) প্রশ্নঃ কোন বাঙালি সর্বপ্রথম বিদেশ যাত্রা করেছিলেন?
উত্তরঃ বাঙালি হিসেবে রাজা রামমোহন রায় (Raja Rammohan Roy) সর্বপ্রথম বিদেশ যাত্রা করেছিলেন (১৮৩০ সালের ২০ নভেম্বর)।