GK : ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা কী নামে পরিচিত?

ভারত ও বাংলাদেশের বর্ডার কী নামে পরিচিত?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যা আমাদের নলেজের পরিধিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এর মাধ্যমে দেশ বিদেশের অনেক তথ্য জানা যায়। এছাড়া যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউতেও সফল হওয়া যায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম হিমবাহের নাম কী?
উত্তরঃ ল্যাম্বারড হিমবাহ, আন্টার্কটিকা মহাদেশ।

২) প্রশ্নঃ কোন অঞ্চলকে ‘ফলের ঝুড়ি’ বলা হয়?
উত্তরঃ ভূমধ্যসাগরীয় অঞ্চলকে।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সদর শহর কোনটি?
উত্তরঃ সিউড়ি।

৪) প্রশ্নঃ সুমঙ্গ লীলা উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ মনিপুর রাজ্য।

৫) প্রশ্নঃ শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ কাবেরী নদীর উপর শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত।

Image

৬) প্রশ্নঃ কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল?
উত্তরঃ ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে।

৭) প্রশ্নঃ সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দরের নাম কী?
উত্তরঃ তাম্রলিপ্ত।

৮) প্রশ্নঃ ভারতীয় রেনেসাঁসের ‘ভোরের শুকতারা’ কাকে বলা হয়?
উত্তরঃ রাজা রামমোহন রায়কে।

৯) প্রশ্নঃ লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করে?
উত্তরঃ বখতিয়ার খলজী।

Image

১০) প্রশ্নঃ ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা কী নামে পরিচিত?
উত্তরঃ ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রেখার নাম র‍্যাডক্লিফ লাইন, যা বিশ্বের পঞ্চম বৃহত্তম আন্তর্জাতিক বর্ডার (৪০৯৬ কিমি)। উল্লেখ্য, ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমারেখাও র‍্যাডক্লিফ লাইন নামেই পরিচিত।