আইপিএল চলাকালীন যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে হয়েছিল প্রীতি জিন্টার, ফাঁস হলো সেই তথ্য

Preity Zinta: আইপিএল (IPL) মানেই বিনোদন আর নানান বিতর্ক ও গসিপে ভরা ভারতীয় টি-টোয়েন্টি লিগ। ২২ গজের বাইরেও এমন অনেক ঘটনা ঘটে যায় যা নিয়ে ফ্যান ফলোয়ারদের কৌতূহলের অভাব নেই। কখনো সেই ঘটনা সামনে আসে আবার কিছু আড়ালে ঢাকা পড়ে যায়। তেমনই একটি ঘটনা প্রায় ১৪ বছর আগে ঘটেছিল পাঞ্জাব (Punjab) দলের কর্ণধার তথা বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার (Preity Zinta) সাথে। এবার তিনি নিজের মুখেই ফাঁস করেছেন।  

প্রীতি জিন্টা জানিয়েছেন, ২০০৯ সালে অর্থাৎ আইপিএলের দ্বিতীয় আসর দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে আয়োজন করা হয়েছিল। সেই সময় তিনি একটি ম্যাচের আগে বলেছিলেন যে ম্যাচটি জেতাতে পারলে তিনি নিজের হাতে করে সবাইকে আলুর পরোটা (Potato Parathas) বানিয়ে খাওয়াবেন।

কিন্তু এমন প্রতিশ্রুতি দেওয়ার ফল অভিনেত্রী প্রীতি জিন্টা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। আসলে এর পরের অবস্থা বা পরিস্থিতি কি হতে পারে তা ভাবেননি অভিনেত্রী। ঘটনাক্রমে সেই ম্যাচ জিতেও যায় কিংস ইলেভেন পাঞ্জাব (তৎকালীন পাঞ্জাব দলের নাম)। এরপর ম্যাচ জিতে গোটা দল হোটেলে ফেরে।

কিন্তু হোটেলের খাবার যুবরাজ সিং, ইরফান পাঠানদের মোটেই পছন্দ হয়নি। তারপর তারা প্রীতির কথামতো তার কাছে আলুর পরোটা খাওয়ার দাবি জানায় ক্রিকেটাররা। প্রীতি খুশি মনে আলুর পরোটা বানানো শুরু করলেও পরে তিনি বুঝতে পেরেছিলেন যে কত বড় বিপাকে পড়েছেন। কারণ তাকে প্রায় ১২০টি আলুর পরোটা বানাতে হয়েছিল।

Image

প্রীতি জিন্টা জানিয়েছেন, খেলোয়াড়রা যে কতটা খেতে পারে আমি সেদিনই বুঝতে পেরেছিলাম। মোট ১২০টি আলু পরোটা আমাকে বানাতে হয়েছিল। ফলস্বরূপ যুবরাজ পাঠানদের খিদে মেটাতে গিয়ে গলদ ঘর্ম অবস্থা হয়েছিল তা বোঝা যাচ্ছে।

Image

প্রীতি জিন্টা ওই সাক্ষাৎকারের শেষে মজা করে বলেছেন, এরপর থেকে আমি আলুর পরোটা তৈরি করাই বন্ধ করে দিয়েছি। তবে ১৪ বছর পর এমন মজাদার ঘটনা ক্রিকেটপ্রেমীরা জানতে পেরে খুবই উল্লাসিত হয়েছে তা মানতেই হবে।