এমন কোন জিনিস যা পালকের মতো হালকা, কিন্তু কেউ বেশিক্ষণ ধরে রাখতে পারে না?

Interview Questions: প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে বড় কোন সংস্থায় বড় পদে চাকরি করা তাই এর জন্য তারা বিশেষভাবে প্রস্তুতি নেয়। অনেক সময় চাকরিতে উত্তীর্ণ হলেও ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে তারা ঘাবড়ে যান। আসলে এর উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। তাই ঘাবড়ে না গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন এবং উত্তর দিন।

১) প্রশ্নঃ কাকে ভারতের নেপোলিয়ন (Napoleon of India) আখ্যা দেওয়া হয়েছে?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে।

২) প্রশ্নঃ একটি প্রাকৃতিক গ্যাসের উদাহরণ কি?
উত্তরঃ মিথেন (Methane)।

৩) প্রশ্নঃ ইম্ফল কোন রাজ্যের রাজধানী?
উত্তরঃ মনিপুর রাজ্যের।

৪) প্রশ্নঃ সপ্তাহে পাঁচ দিন কাজ করা সিদ্ধান্ত নিল কোন সরকার?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

৫) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ ইন্দিরা গান্ধী (Indira Gandhi)।

৬) প্রশ্নঃ সুলতান মামুদ (Sultan Mamud) ভারতে মোট কতবার আক্রমণ করেছেন?
উত্তরঃ ১৭ বার।

৭) প্রশ্নঃ ব্ল্যাকফুট (Blackfoot) রোগ কী থেকে হয়?
উত্তরঃ আর্সেনিকের প্রভাবে।

৮) প্রশ্নঃ সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ মহীশূর।

৯) প্রশ্নঃ ‘অনকোলজি’ (Oncology) কোন বিষয় সংক্রান্ত বিদ্যা?
উত্তরঃ ক্যান্সার সংক্রান্ত বিদ্যা।

১০) প্রশ্নঃ নীল বিদ্রোহের (Neel Rebellion) সূচনা হয়েছিল কোথায়?
উত্তরঃ নদীয়া জেলায়।

১১) প্রশ্নঃ ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কী?
উত্তরঃ অপ্সরা (Apsara)।

১২) প্রশ্নঃ জহরলাল নেহেরু (Jawaharlal Nehru) কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন?
উত্তরঃ ১১ বার।

১৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে মৈখাল পর্বত শ্রেণীর অবস্থিত?
উত্তরঃ ছত্রিশগড় (Chhattisgarh)।

১৪) প্রশ্নঃ ‘বাংলা গদ্যের জনক’ কাকে বলা হয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishvarchandra Vidyasagar)।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস যা পালকের মতো হালকা, কিন্তু কেউ বেশিক্ষণ ধরে রাখতে পারে না?
উত্তরঃ নিঃশ্বাস।