পাকিস্তানের বিপক্ষে এই খেলোয়াড়কে খেলানো ভারতের সবচেয়ে বড় ভুল, বললেন ইনজামাম

পাকিস্তানের কাছে ১০ উইকেটে শোচনীয়ভাবে হারের পর বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ভারতীয় দলের একাদশ নিয়ে প্রশ্ন তুলেছেন। পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হকও সেই তালিকায় সামিল হয়েছেন। ইনজামামের মতে, হার্দিক পান্ডিয়াকে খেলানো ভারতীয় দলের সবচেয়ে বড় ভুল ছিল।

হার্দিক পান্ডিয়া ওই ম্যাচে ৮ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর কাঁধে আঘাত পাওয়ার পর তিনি ফিল্ডিং করতেও নামেননি।

ইনজামাম তার ইউটিউব চ্যানেলে বলেন, “ভারতের জন্য সবচেয়ে বড় ভুল ছিল হার্দিক পান্ডিয়াকে একাদশে জায়গা দেওয়া। সঠিক দল নির্বাচন করতে ব্যর্থ হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে অন্যদিকে অধিনায়ক বাবর আজম জানতেন তার দল সম্পর্কে, কিন্তু ভারত নয়।”

ইনজামাম আরও বলেন, “যে বলটি হার্দিক পান্ডিয়ার কাঁধে আঘাত করে, তার উচিত হয়নি সেটির ইঙ্গিত দেওয়া। এতে বিপক্ষ টিম সুযোগ পেয়ে যায়। তিনি উদাহরণ দিয়ে বলেন, শচীন টেন্ডুলকার আঘাত পেলেও কখনোই তার ব্যথা নিয়ে প্রকাশ করতেন না। এমনকি আঘাত পেলেও সেখানে হাত দিতেন না, যাতে বিপক্ষ দল বুঝতে পারে।”

আগামী রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে ভারতীয় দল। পরিস্থিতি এমনই যে এই টুর্নামেন্টে টিকে থাকতে গেলে কোহলিদের অবশ্যই জিততেই হবে।