IPL: আইপিএলে কোটি টাকায় বিক্রি হওয়া খেলোয়াড়রা হাতে কত টাকা পায় জানেন

IPL: সম্প্রতি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মৌসুমে ৮৭ জন খেলোয়াড় কেনা হয়েছে। এই নিলামে কিছু খেলোয়াড়কে কোটি টাকায় কেনা হয়। তবে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), যাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩.৪০ কোটি টাকায় কিনেছে। এর পাশাপাশি সবচেয়ে পাঁচ দামী খেলোয়াড়ের তালিকায় তিনজন ভারতীয় রয়েছেন।

আইপিএলে খেলোয়াড়দের কোটি কোটি টাকায় কেনা হয়। কিন্তু আপনি কি জানেন সেই খেলোয়াড়দের যে পরিমাণ টাকায় কেনা হয়, তারা সেই অর্থ পান না। তাদের থেকে টাকা কেটে নেয়া হয় এবং তারা কত পায়, এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হয়েছে। 

Image

আইপিএল বা অন্য কোন লীগে যখনই নিলামের মূল্য পাওয়া যায়, তখন তা থেকে টিডিএস (Tax Deducted at Source) কেটে নেওয়া হয়। সাধারণত ভারতীয় খেলোয়াড়দের পরিমাপের ১০% হারে টিডিএস কাটা হয়। এরপর আয়করের নিয়ম অনুসারে কর দিতে হয়, যা তার বার্ষিক আয়ের উপর নির্ভর করে। 

প্রকৃতপক্ষে, নিলাম হল একটি ভিত্তি মূল্য, যার পরে সংস্থাগুলির খেলোয়াড়দের সাথে বিভিন্ন চুক্তি থাকে। এতে ম্যাচের সংখ্যা, কয়টি ম্যাচ খেলতে হবে বা কিসের ভিত্তিতে টাকা পাওয়া যাবে ইত্যাদি তথ্য লেখা থাকে। এর ভিত্তিতে খেলোয়াড়রা ট্যাক্স ছাড়াও টাকা পান। তারপর মোট আয়ের ভিত্তিতে কর দিতে হয়। 

Image

বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ভারতে প্রাপ্ত আয়ের ২০% টিডিএস দিতে হয়। তবে বিদেশি খেলোয়াড়দের টিডিএস ছাড়া অন্য কোনও ধরনের কর দিতে হয় না। শুধুমাত্র ভারতে অর্জিত আয়ের উপর তাদের কর দিতে হয়। উদাহরণস্বরূপ, কোন ভারতীয় খেলোয়াড় কোটি টাকায় বিক্রি হলে তার অ্যাকাউন্টে জমা হয় ৯০ লক্ষ টাকা, আর বিদেশি খেলোয়াড়দের ৮০ লক্ষ টাকা।