একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি দেশের হয়ে ক্রিকেট ও দাবা দুই ধরনের খেলায় প্রতিনিধিত্ব করেছেন?

কোন ভারতীয় ক্রিকেটার যিনি দুই ধরনের খেলা প্রতিনিধিত্ব করেছেন

Indian Cricketer: ভারতের মতো দেশে ক্রিকেটারদের বীরের মতো সম্মান করা হয়। আবার দেশে যখন ক্রিকেট (Cricket) খেলা চলে তখন সবচেয়ে বড় উৎসব বলে মনে করা হয়, এই উৎসবে প্রতিটি শ্রেণীর মানুষ আনন্দে মেতে ওঠেন। তবে ভারতের মতো ক্রিকেট পাগল মানুষ হয়তো খুব কম দেশেই রয়েছে।

প্রতিটি তরুণ খেলোয়াড়ের স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। এটি তাদের কাছে এক স্বপ্নের মত। যেহেতু ভারতের মতো বিশাল জনবহুল দেশে জাতীয় দলের সুযোগ পাওয়া এত সহজ নয়। তবে এই প্রতিবেদনে এমনই এক খেলোয়াড়ের কথা বলা হয়েছে যিনি ক্রিকেট ছাড়াও অন্য একটি খেলায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

Image

আসলে, এই প্রতিবেদনে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) কথা বলা হয়েছে। তিনি একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি দেশের হয়ে ক্রিকেট ও দাবা (Chess) খেলায় প্রতিনিধিত্ব করেছেন। প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনি হোক বা সৌরভ গাঙ্গুলী উভয়ই ক্রিকেট খেলার আগে ফুটবল খেলোয়াড় ছিলেন, পরবর্তীতে শুধুমাত্র ক্রিকেট খেলাকেই বেছে নিয়েছিলেন।

যুজবেন্দ্র চাহাল আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে দাবা খেলেছেন। তিনি অনূর্ধ্ব-১২ বিভাগে জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন। এমনকি গ্রিসে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপ ২০০৪ টুর্নামেন্ট এও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তবে তার প্রথম প্রেম ছিল ক্রিকেট কিন্তু তার বাবা চেয়েছিলেন দাবা খেলোয়াড় হোক। কিন্তু তিনি ক্রিকেটকেই বেছে নিয়েছিলেন।

এরপর ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চাহাল ওডিআই ও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেন। কিন্তু দেশের হয়ে ৭ বছর ক্রিকেট খেলার পরও টেস্ট ক্রিকেটে সুযোগ পাননি। এই ভারতীয় লেগ স্পিনারের আন্তর্জাতিক পরিসংখ্যানের কথা বললে, তিনি ৭২ ওডিআইতে ১২১ উইকেট ও ৭৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯১ উইকেট নিয়েছেন। এদিকে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে তিনি ১৪৫ ম্যাচে ১৮৭ উইকেট নিয়েছেন।