GK কুইজ : বিশ্বের কোন দেশটিতে মাত্র ২৭ জন মানুষ বসবাস করেন?

জনসংখ্যার নিরিখে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?

General Knowledge Quiz: আপনারা নিশ্চয় জানেন যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এটি এমন একটি বিষয় যার কোন সীমা নেই। কোন ভিত্তিতে প্রশ্ন আসবে তা বলা খুবই মুশকিল। এছাড়া মানুষ এগুলিকে পড়তেও বেশ পছন্দ করেন ও দেশ-বিদেশের অনেক তথ্য সম্পর্কে জানা যায়। এই প্রতিবেদনে তেমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ আপনি কি জানেন সারা বিশ্বে মোট কতগুলি দেশ রয়েছে?
উত্তরঃ ১৯৫টি।

২) প্রশ্নঃ জেল থেকে বন্দিদের পালানো অপরাধ বলে গণ্য হয় না কোন দেশে?
উত্তরঃ জার্মানিতে (Germany)।

৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে গাধা পূজা করা হয়?
উত্তরঃ রাজস্থানে।

৪) প্রশ্নঃ চাঁদে প্রথম কোন খেলাটি হয়েছিল?
উত্তরঃ ১৯৭১ সালে মহাকাশচারী অ্যালেন শেফার্ড গল্ফ (Golf) খেলেছিলেন।

৫) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী?
উত্তরঃ কচ্ছপ, যা প্রায় ২০০ বছর বাঁচতে পারে।

৬) প্রশ্নঃ আজাদ হিন্দ ফৌজ কবে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ ১৯৪২ সালে।

৭) প্রশ্নঃ কোন শহর পানের জন্য বিখ্যাত?
উত্তরঃ বারাণসী শহর।

৮) প্রশ্নঃ ভারতের সবচেয়ে পরিষ্কারতম নদী হিসেবে বিবেচিত হয় কোনটি?
উত্তরঃ মেঘালয়ের উমঙ্গট (Umngot) নদী।

৯) প্রশ্নঃ কোন দেশের প্রধানমন্ত্রী সাইকেল চড়ে অফিসে যান?
উত্তরঃ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী।

১০) প্রশ্নঃ ভারতের সবচেয়ে প্রশস্ততম নদী কোনটি?
উত্তরঃ ব্রহ্মপুত্র নদ।

১১) প্রশ্নঃ ভারতের প্রথম সূর্যাস্ত হয় কোথায়?
উত্তরঃ মেঘালয়ে (Meghalaya)।

Image

১২) প্রশ্নঃ কোনটি একমাত্র মহাদেশ যার মধ্য দিয়ে কর্কটক্রান্তি, বিষুবরেখা এবং মকর ক্রান্তি রেখা গিয়েছে?
উত্তরঃ আফ্রিকা (Africa)।

১৩) প্রশ্নঃ পৃথিবীতে কোন প্রাণী সংখ্যা সবচাইতে বেশি?
উত্তরঃ মাছের।

১৪) প্রশ্নঃ ভারতের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ গুজরাটের কচ্ছ জেলা।

১৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে মাত্র ২৭ জন মানুষ বসবাস করেন?
উত্তরঃ সিল্যান্ড (Sealand), দেশটি ব্রিটিশ সমুদ্র উপকূলের ৬ মাইল দূরে মাত্র দুটি স্তম্ভের উপরে স্থাপিত।